আসসালামু আলাইকুম!
আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের মাঝে আবারো শেয়ার করতে চলে এসেছি সময়ের সেরা একটি AI টুল। যা ব্যাবহারের মাধ্যমে আপনার জীবন আরো সহজ হয়ে উঠবে।
AI টুলটির কাজ কি?
এটি একটি টু ডো লিস্ট টুল অর্থাৎ এই টুল ব্যাবহার করে আপনি আপনার যেকোনো কাজ করার পুরো সঠিক প্রসেস জানতে পারবেন। মনে করুন, আপনি একটি বাইক কিনবেন। এক্ষেত্রে যে যে সিকুয়েন্স আপনাকে মেনটেন করতে হবে। তা এই টুল সাব টাস্ক এ কনভার্ট করে দিবে। যেমন: বাইক কেনার পূর্বে আপনার কি কি জানতে হবে, কিভাবে বাজেট নির্ধারণ করবেন, বাইক কেনার পর আপনার কি কি করতে হবে ইত্যাদি।
যেভাবে AI টুলটি ব্যাবহার করবেন:
- প্রথমে এই ওয়েবসাইট অর্থাৎ টুলটি তে প্রবেশ করুন।
- এরপর সার্চ বারে আপনার কাঙ্খিত প্রশ্ন লিখে প্লাস (+) বাটনে ক্লিক করুন।
- এরপর যে প্রশ্ন করেছেন তার পাশের ম্যাজিক (✨) বাটনে ক্লিক করুন।
- এরপর দেখতে পাবেন আপনার প্রশ্নের সঠিক উত্তর।
শেষ কথা:
আশা করছি, আমাদের শেয়ার করা এই আর্টিফিশিয়াল টুলটির কাজ দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন। কাজেই টুডু লিস্ট তৈরীর জন্য এখনই ব্যাবহার করুন। এমনই বিভিন্ন টিপস এন্ড ট্রিকস এর পাশাপাশি গুরুত্বপূর্ণ মোবাইল অ্যাপের রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ