২০২৩ সালের সেরা | কাটুন ভিডিও বানানোর অ্যাপস!

কাটুন ভিডিও বানানোর অ্যাপস

ইউটিউব কিংবা ফেসবুকে ফেস না দেখিয়ে ভিডিও তৈরি করার অন্যতম একটি মাধ্যম কার্টুন ভিডিও। কারণ, কার্টুন দিয়ে ভিডিও তৈরি করলে ব্যক্তি কিংবা ব্যক্তিবর্গের ফেস দেখানোর প্রয়োজন পড়ে না। এজন্য অনেকেই কার্টুন তৈরীর দিকে ঝুকছেন। বিশেষ করে যারা ভিডিওর মাধ্যমে ফেস দেখাতে চান না তারা। পাশাপাশি অনেকে এটাও মনে করে যে, কার্টুন তৈরি করতে কম্পিউটার কিংবা ল্যাপটপের প্রয়োজন পড়ে। কিন্তু আপনি জেনে খুশি হবেন যে, কাটুন ভিডিও বানানোর অ্যাপস ব্যাবহার করে আপনি কার্টুন ভিডিও স্মার্টফোনে বানাতে পারবেন। আজ এই আর্টিকেলের মাধ্যমে আমরা চমৎকার একটি কাটুন বানানোর অ্যাপস আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন এক নজরে দেখে নেয়া যাক যেভাবে কাটুন ভিডিও বানানোর অ্যাপস ডাউনলোড করবেন এবং এর সুযোগ-সুবিধা কি ইত্যাদি।

কাটুন ভিডিও বানানোর অ্যাপস এর সুবিধা:

জনপ্রিয় এই কাটুন ভিডিও বানানোর অ্যাপস ব্যাবহার করে আপনি 2D আকারে কার্টুন ভিডিও এবং কসমিক তৈরি করতে পারবেন। এখানে রয়েছে ডিফল্টভাবে ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার, VFX এবং AFX সহ যাবতীয় কার্টুন তৈরীর এলিমেন্টস। এছাড়াও কাস্টমভাবে GIFS, ভয়েস, ছবি এবং টেক্সট যুক্ত করতে পারবেন।

যেভাবে কাটুন ভিডিও বানানোর অ্যাপস ডাউনলোড করবেন:

কাটুন বানানোর অ্যাপস ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন TweenCraft লিখে।

শেষ কথা:

উল্লেখিত শেয়ার করা কাটুন ভিডিও বানানোর অ্যাপস টি ব্যবহার করে আপনি ফেসবুক অথবা ইউটিউব এর জন্য ভিডিও তৈরি করতে পারেন। এই অ্যাপটি থেকে ভিডিও তৈরি করলে আপনার ফেস দেখাতে হবে না। কাজেই আপনার যদি টার্গেট থাকে ফেসবুক অথবা ইউটিউবে ফেস না দেখিয়ে ভিডিও তৈরি করে ইনকাম করবেন। তাহলে আমাদের রিকমেন্ড থাকবে এই অ্যাপটি ব্যবহার করুন। এমনি বিভিন্ন টিপস এন্ড ট্রিকস এর পাশাপাশি গুরুত্বপূর্ণ মোবাইল অ্যাপের রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top