কাটুন ভিডিও বানানোর অ্যাপস এর সুবিধা:
জনপ্রিয় এই কাটুন ভিডিও বানানোর অ্যাপস ব্যাবহার করে আপনি 2D আকারে কার্টুন ভিডিও এবং কসমিক তৈরি করতে পারবেন। এখানে রয়েছে ডিফল্টভাবে ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার, VFX এবং AFX সহ যাবতীয় কার্টুন তৈরীর এলিমেন্টস। এছাড়াও কাস্টমভাবে GIFS, ভয়েস, ছবি এবং টেক্সট যুক্ত করতে পারবেন।
যেভাবে কাটুন ভিডিও বানানোর অ্যাপস ডাউনলোড করবেন:
কাটুন বানানোর অ্যাপস ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন TweenCraft লিখে।
শেষ কথা:
উল্লেখিত শেয়ার করা কাটুন ভিডিও বানানোর অ্যাপস টি ব্যবহার করে আপনি ফেসবুক অথবা ইউটিউব এর জন্য ভিডিও তৈরি করতে পারেন। এই অ্যাপটি থেকে ভিডিও তৈরি করলে আপনার ফেস দেখাতে হবে না। কাজেই আপনার যদি টার্গেট থাকে ফেসবুক অথবা ইউটিউবে ফেস না দেখিয়ে ভিডিও তৈরি করে ইনকাম করবেন। তাহলে আমাদের রিকমেন্ড থাকবে এই অ্যাপটি ব্যবহার করুন। এমনি বিভিন্ন টিপস এন্ড ট্রিকস এর পাশাপাশি গুরুত্বপূর্ণ মোবাইল অ্যাপের রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ