বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। এটি ব্যবহার করেন না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। আর ফেসবুক ব্যবহার করতে গিয়ে কোন ধরনের জটিলতায় পড়েননি এমন লোকও খুঁজে পাওয়া দুষ্কর। ছোটখাটো জটিলতার মধ্যে অন্যতম: আজেবাজে গ্রুপে প্রবেশ করানো। এর ফলে সাধারণ একজন ফেসবুক ব্যবহারকারী বিভ্রান্তিকর অবস্থায় প্রায়ই পড়েন। এ সমস্যা রোধে আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের মাঝে জানাতে চলেছি মেসেঞ্জার গ্রুপ বন্ধ করার নিয়ম সম্পর্কে।
মেসেঞ্জার গ্রুপ বন্ধ করার নিয়ম:
সরাসরি যে কোন মেসেঞ্জার গ্রুপ আপনি বন্ধ করতে পারবেন না। তবে কাঙ্খিত সেই গ্রুপ থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। মেসেঞ্জার গ্রুপ একমাত্র ফেসবুক অথরিটি এবং যে ব্যক্তি মেসেঞ্জার গ্রুপ খুলেছেন সেই পারেন এই কাজটি করতে। নিজেকে আজেবাজে মেসেঞ্জার গ্রুপ থেকে বের করতে সর্বপ্রথম চলে যান কাঙ্খিত সেই মেসেজের গ্রুপে। এরপর ইনফরমেশন বাটনে (ℹ️) ক্লিক করে স্ক্রল করুন। এরপর Leave Chat বাটনে ক্লিক করুন এবং কনফার্ম বাটনে প্রেস করে গ্রুপ থেকে বের হন।
আরো জানুন: সবথেকে নিরাপদ মেসেঞ্জার অ্যাপ।
শেষ কথা:
মেসেঞ্জার গ্রুপ বন্ধ করার নিয়ম যারা খুঁজেছিলাম তারা হয়তো এর সমাধান পেয়েছেন। অনেক আর্টিকেল এবং ভিডিওতে দেখানো হয়েছে মেসেঞ্জার গ্রুপের উপর প্রেস করে ডিলিট কনভারসেশন বাটনে ক্লিক করলে মেসেঞ্জার গ্রুপ ডিলেট হয়ে যায়। এটা সম্পূর্ণ ভুল। এরফলে শুধুমাত্র কনভারসেশন গুলো অর্থাৎ কথাবার্তা গুলো ডিলিট হবে। কিন্তু আপনি গ্রুপ থেকে কখনোই বের হতে পারবেন না। কাজেই মেসেঞ্জার গ্রুপ বন্ধ করতে উপরের আমাদের দেয়া নির্দেশনা অনুসরণ করুন। ধন্যবাদ