ইমু লাইট অ্যাপস ডাউনলোড ও ব্যাবহারের নিয়ম।

ইমু লাইট অ্যাপস ডাউনলোড

বর্তমানে কমবেশি সবাই ইমু লাইট অ্যাপস ব্যাবহার করেন। যদিও এর অনেকগুলো কারণ রয়েছে। কারণগুলোর মধ্যে অন্যতম: অ্যাপের সাইজ তুলনামূলক কম। যার ফলে স্টোরেজ বেশি ব্যবহার করতে হয় না। আজ আমরা এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি ইমু লাইট অ্যাপস এর পূর্ণাঙ্গ একটি রিভিউ। তাহলে চলুন! মূল রিভিউতে ঝাপ দেয়া যাক।
ইমু লাইট অ্যাপস কি?
এটি মূল ইমু অ্যাপসের লাইট ভার্সন। যা ২০১৯ সালে তৈরি বা পাবলিশ করা হয়। এই অ্যাপের তথা ইমু লাইট অ্যাপস এর সুপারফাস্ট গতি, থার্ড পার্টি এডস ফ্রি, স্মুথ কলিং এক্সপেরিয়েন্স এবং অ্যাপের সাইজ কম হওয়ায় রাতারাতি সবার মাঝে ইমু লাইট অ্যাপস পরিচিতি লাভ করে। এই মুহূর্তে ইমু লাইট অ্যাপস শুধুমাত্র প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
যেভাবে ব্যাবহার করবেন ইমু লাইট অ্যাপস:
• প্রথমে নিচের লিংক অথবা প্লে স্টোর থেকে ইমু লাইট অ্যাপস ডাউনলোড করুন।
• এরপর ইমু লাইট অ্যাপস টি ওপেন করুন এবং Agree & Continue বাটনে ক্লিক করুন।
• এরপর ফোনে চাওয়া সকল পারমিশন এলাও করুন।
• এরপর ফোন নাম্বার দিন এবং ফোনে আসা ভেরিফিকেশন কোড দিন।
• এরপর নাম সহ অন্যান্য পার্সোনাল তথ্য দিয়ে ইমু লাইট অ্যাপস এ একাউন্ট তৈরি করা সম্পন্ন করুন।

ইমু লাইট অ্যাপস এর বৈশিষ্ট্য:
• অ্যাপের খুবই ছোট। এর ফলে ফোনের স্টোরেস দ্রুত ভরে যাওয়ার সম্ভাবনা কম।
• স্মুথ পারফরমেন্সের কারণে, লেগিং সমস্যা হয় না।
• টুজি এবং থ্রিজি নেটওয়ার্কে খুব ভালোভাবে কমিউনিকেশন করা যায়।
• কোন প্রকারের থার্ড পার্টি এডভার্টাইজিং নেই।
• কমিউনিকেশন করার সময় বাড়তি ডাটা কেটে যাওয়ার সম্ভাবনা নাই।
ইমু লাইট অ্যাপস এর খারাপ দিক:
নেই।
ইমু লাইট অ্যাপস এর ডিজাইন ও ইউজার ইন্টারফেস:
ইমু লাইট অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস মূল ইমু অ্যাপের আদলে তৈরি করা। তাই ডিজাইন ও ইউজার ইন্টারফেস নিয়ে বাড়তি কথা বলা থেকে বিরত থাকলাম।
ইমু লাইট অ্যাপস রেটিং ও রিভিউ:
রেটিং:4.1/5★
রিভিউ: 118K+
যেভাবে ইমু লাইট অ্যাপস ডাউনলোড করবেন:
ইমু লাইট অ্যাপস ডাউনলোড এর জন্য এই লিংক ভিজিট করুন।
শেষ কথা:
আপনারা যারা বর্তমানে অরজিনাল ইমো ব্যবহার করছেন। তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে একবার হলেও ইমু লাইট অ্যাপস ডাউনলোড করে ব্যাবহার করুন। সো! আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম মোবাইলের গুরুত্বপূর্ণ অ্যাপের রিভিউ ও টিপস এন্ড ট্রিকস পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top