অর্থ আদান প্রদানের অন্যতম বিশ্বস্ত এবং জনপ্রিয় মাধ্যম বিকাশ। বিকাশ ব্যবহার করেন না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু বিকাশ ব্যবহার করতে গিয়ে অনেকেই জটিলতার মুখোমুখি হন। যে কারণে, bkash live chat support এ কথা বলার প্রয়োজন হয় অর্থাৎ কাঙ্খিত সমস্যার সমাধান পাবার জন্য। কিন্তু অধিকাংশ বিকাশ ইউজাররাই জানেন না যে, কিভাবে বিকাশ লাইভ চ্যাট সাপোর্ট এ কথা বলতে হয়। তাই আজ আমরা আপনাদের দেখাবো যেভাবে bkash live chat support এ কথা বলবেন।
বিকাশ লাইভ চ্যাট সাপোর্ট এ কথা বলার জন্য যা যা লাগবে:
• ইন্টারনেট কানেকশন।
• বিকাশ অ্যাপ।
• বিকাশ ইউজারের নাম।
• বিকাশ খোলা ফোন নাম্বার।
যেভাবে বিকাশ লাইভ চ্যাট সাপোর্ট এ কথা বলবেন:
• প্রথমে বিকাশ অ্যাপ ওপেন করুন এবং একদম উপরে বিকাশ আইকন বাটনে ক্লিক করুন।
• এরপর সাপোর্ট বাটনে ক্লিক করুন এবং লাইভ চ্যাট সিলেক্ট করুন।
• এরপর ডিফল্ট থাকা অফশন বেছে নিন অথবা আপনার সমস্যার কথা জানান।
শেষ কথা:
bkash live chat support এ কথা বলার সময় অবশ্যই চেষ্টা করবেন আপনার ডিভাইসে যেন ভালো নেটওয়ার্ক থাকে। সব থেকে বেশি ভালো হয় ওয়াইফাই ব্যবহার করা। মাঝেমধ্যে bkash live chat support এ কথা বলার সময় বিকাশ কর্মকর্তাদের ফিডব্যাক জানাতে কিছুই টাইম নেয়। তাই মাথা গরম না করে ধৈর্য ধরুন। সো! এই ছিল bkash live chat support এ কথা বলার নিয়ম। আশা করছি, এরপর থেকে আপনি নিজেই বিকাশ লাইভ চ্যাট সাপোর্ট এ কথা বলতে সক্ষম হবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ