যেভাবে দেখবেন মোবাইল ফোনের দাম ও ছবি | ফোনের দাম ও ছবি

মোবাইল ফোনের দাম

মোবাইল ফোন!
দৈনন্দিন জীবনে বেশ বড় রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মোবাইল ফোন কেনার পূর্বে অবশ্যই মোবাইল ফোনের দাম ও ছবিসহ কাঙ্ক্ষিত ফোনের ফিচার জানা আমাদের সবার প্রয়োজন। না হলে পরবর্তী সময় অনেক জটিলতা মোকাবিলা করতে হয়। তাই আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যেভাবে আপনার ফোন থেকে ফোন কেনার পূর্বে ফোনের দাম ও ছবি দেখবেন। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক মোবাইল ফোনের দাম ও ছবি যেভাবে দেখবেন।

যেভাবে দেখবেন মোবাইল ফোনের দাম ফিচার ও ফোনের ছবি:
• প্রথমে আপনার ফোনের যেকোনো একটি ব্রাউজার থেকে সার্চ করুন https://m.gsmarena.com/ লিখে এবং ওয়েবসাইটে প্রবেশ করুন।
• এরপর মেন্যু বাটন থেকে কাঙ্খিত ফোনের ব্রান্ড সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ: মনে করুন আপনি দেখতে চাচ্ছেন রিয়েলমি ফোনের দাম বা স্যামসাং ফোনের দাম ও ছবি। এক্ষেত্রে realme অথবা samsung সিলেক্ট করুন।
• এরপর খুঁজে বের করুন কাঙ্খিত ফোনের মডেলটি।

• এরপর পেয়ে যাবেন ফোনের স্পেসিফিকেশন, ছবি এবং দাম।• এরপর প্রাইস উইজেট এ ক্লিক করে যে দেশের দাম দেখতে চাচ্ছেন সেই দেশের কারেন্সি সিলেক্ট করুন। মনে করুন, আপনি বাংলাদেশের ফোনের দাম দেখতে চান। এক্ষেত্রে অবশ্যই বিডিটি/BDT সিলেক্ট করুন।

অ্যাপের মাধ্যমে যেভাবে মোবাইল ফোনের দাম, স্পেসিফিকেশন ও ছবি দেখবেন:

• প্রথমে এই লিংক অথবা প্লে স্টোর থেকে gsmarena নামের মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন এবং ওপেন করুন।
• এরপর উপরে যে নিয়মটি দেখানো হয়েছে তা অনুসরণ করুন অর্থাৎ ওয়েবসাইটে যেভাবে মোবাইল ফোনের দাম দেখবেন। একই প্রসেস অবলম্বন করতে হবে অ্যাপের ক্ষেত্রেও।

শেষ কথা:
উল্লেখিত যে ওয়েবসাইট/ অ্যাপটি আপনাদের মাঝে প্রদর্শন করা হয়েছে। এটি মোবাইল ফোনের দাম, স্পেসিফিকেশন, ছবি, কমপ্রিজন সহ অন্যান্য গেজেটের রিভিউ দেখার অন অফ দা বেস্ট ওয়েবসাইট/অ্যাপস। কাজেই নতুন ফোন কেনার আগে মোবাইল ফোনের দাম দেখার জন্য একবার হলেও ভিজিট করুন আমাদের শেয়ার করা এই ওয়েবসাইট অথবা অ্যাপটিতে। এখানে নির্দিষ্ট মোবাইল লঞ্চ খাওয়ার পর যে দামটি কোম্পানি নির্ধারণ করে দেয় সেই দামটি ই দেখা যায়। তবে আপনারা হয়তো সবাই অবগত রয়েছেন যে, ফোনের দাম কমবেশি অর্থাৎ উঠানামা করে। এই সমস্যা থেকে মুক্তি পেতে নিচে দেওয়া বাংলাদেশের সেরা কিছু মোবাইল বিক্রেতা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ধন্যবাদ

ওয়েবসাইট গুলোর লিংক:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top