বর্তমান সময়ের বহুল আলোচিত ও সমালোচিত সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। এটি খাতা কলমে সামাজিক যোগাযোগ মাধ্যম থাকলেও বাস্তবে ব্যবহারকারীদের কাছে পরিচিতি পেয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নামে। আজ আমরা কথা বলব জনপ্রিয় এই টিক টক সফটওয়্যার কে নিয়ে। যেখানে আমরা টিক টক সফটওয়্যার এর বেশকিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। যেমন: টিক টক সফটওয়্যার কি?, টিকটক আইডি খোলার নিয়ম, টিক টক সফটওয়্যার এর ভালো দিক ও খারাপ দিক, টিক টক ভিডিও ডাউনলোড করার উপায় এবং টিক টক সফটওয়্যার ডাউনলোড করার প্রসেস ইত্যাদি।
টিক টক সফটওয়্যার কী?
টিক টক সফটওয়্যার টি মূলত একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। যা সর্বপ্রথম 2016 সালের সেপ্টেম্বর মাসে চীনে তৈরি হয়। এরপর পরপরই টিক টক সফটওয়্যার টির ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ বাড়তেই থাকে। ২০১৮ সালের জুন মাসে অ্যাপটির ১৫০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারীর মাইলফকে অতিক্রম করে ৫০০ মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারীতে রূপান্তরিত হয়। পাশাপাশি ২০১৮ সালের প্রথম ত্রৈমাসিকে বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ ছিল টিক টক। ( প্রায় ৪৫.৮ মিলিয়ন এর অধিক )
টিকটক আইডি খোলার নিয়ম:
• প্রথমে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে টিক টক সফটওয়্যার ডাউনলোড করুন।
• এরপর ওপেন করে প্রোফাইল বাটনে ক্লিক করুন।
• এরপর ফোন নাম্বার, জিমেইল একাউন্ট অথবা ফেসবুকের সঙ্গে কানেক্ট করুন।
[ সোশ্যাল নেটওয়ার্কে কানেক্ট করার সময় জন্ম তারিখ, ইউজের নাম, ডিসপ্লে নাম, বায়ো এবং প্রোফাইল পিকচার যুক্ত করুন। ]
আরো জানুন: টিকটক ভিডিও বানানোর সেরা সফটওয়্যার।
কিভাবে টিক টক ভিডিও ডাউনলোড করব:
বিভিন্ন সময় আমাদের টিক টক ভিডিও দেখার পাশাপাশি ডাউনলোড করারও প্রয়োজন হয়। এক্ষেত্রে অনেকেই ডাউনলোড করার উপায় খুঁজে পান না। আবার দেখা যাচ্ছে, অনেকে টিকটক ভিডিও ডাউনলোড করার উপায় খুঁজে পেলেও ওয়াটার মার্ক ছাড়া টিক টক ভিডিও ডাউনলোড করতে পারেন না। তারা এই লিংক ভিজিট করুন এবং ওয়াটার মার্ক ছাড়া টিক টক ভিডিও ডাউনলোড করুন।
যেভাবে টিক টক সফটওয়্যার ডাউনলোড করবেন:
প্লে স্টোর (অ্যান্ড্রয়েড)
অ্যাপ স্টোর (আইওএস)
শেষ কথা:
টিক টক সফটওয়্যার নিয়ে এই ছিল আজকের ছোট্ট আর্টিকেল। আশা করছি, এই আর্টিকেল থেকে আপনি উপকৃত হয়েছেন। যদি সত্যিই উপকৃত হয়ে থাকেন। তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে আপনার মতামত জানান। এর ফলে আমরা পরবর্তী আর্টিকেল লিখতে অনুপ্রেরণিত হই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ