আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি, আপনারা অনেক ভাল আছেন। আমাদের ভেতর যারা মুসলিম মা-বোনেরা রয়েছেন। তাদের বিভিন্ন সময় সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করার জন্য পর্দাশীল নারী পিক ডাউনলোড করার প্রয়োজন পড়ে। কিন্তু সঠিক মেথড না জানার পাওয়ার ফলে, পর্দাশীল নারী পিক ডাউনলোড করতে পারেন না। আর এই বিষয়টি নিয়েই এবারের এই আর্টিকেল অর্থাৎ আমরা আজ আপনাদের দেখাবো যেভাবে পর্দাশীল নারী পিক ডাউনলোড করবেন। পর্দাশীল মেয়েদের পিক বা পর্দাশীল নারী পিক ডাউনলোড করার জন্য, আপনাদের শরণাপন্ন হতে হবে একটি মোবাইল অ্যাপের সঙ্গে। অ্যাপটির নাম: Resplash.
অ্যাপটির কাজ কি?
এটি স্টক ফুটেজ (ছবি) ডাউনলোড করার একটি মাধ্যম। যেখানে সম্পূর্ণ ফ্রীতে যেকোনো ধরনের পাওয়া যায়। আর এই আর্টিকেলটি যেহেতু পর্দাশীল নারী পিক ডাউনলোড করার সম্মন্ধে। তাই এখানে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন আনলিমিটেড পর্দাশীল মেয়েদের পিক। অ্যাপস টি এই মুহূর্তে পাওয়া যাবে দুটি প্লাটফর্মে অর্থাৎ প্লে স্টোর ও অ্যাপ স্টোরে। ওহ্ হ্যাঁ, প্লে স্টোরে অ্যাপসটির নাম Resplash এবং অ্যাপ স্টোরে Unplash রাখে হয়েছে।
যেভাবে অ্যাপটি ব্যবহার করবেন:
• প্রথমে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করুন।
• এরপর ফোনে চাওয়া সকল পারমিশন এলাও করুন এবং অ্যাপস টি ব্যাবহার শুরু করুন।
যেভাবে পর্দাশীল নারী পিক ডাউনলোড করবেন:
• পর্দাশীল নারী পিক ডাউনলোড করার জন্য, অ্যাপস টি প্রথমে ওপেন করুন এবং সার্চ বারে চলে যান।
• এরপর “Muslim Girl Photo” লিখুন অথবা এমন শব্দ লিখুন যাতে পর্দাশীল মেয়েদের পিক রিলেট করে।
• এরপর পছন্দ হওয়া পর্দাশীল মেয়েদের পিক এর উপর ক্লিক করুন এবং ডাউনলোড আইকনে ক্লিক করুন। তাহলেই পর্দাশীল মেয়েদের পিক ডাউনলোড হয়ে আপনার ফোন স্টোরেজ এ থাকবে।
অ্যাপটির সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:
• আনলিমিটেড পর্দাশীল নারী পিক ডাউনলোড করার সুবিধা।
• পর্দাশীল মেয়েদের পিক এর পাশাপাশি অন্যান্য ছবি ডাউনলোড করার সুবিধা।
• পছন্দ হওয়ার ছবি বুকমার্ক এবং ওয়ালপেপার আকারে ব্যবহার করার সুবিধা।
• দ্রুত পর্দাশীল নারী পিক ডাউনলোড করার জন্য এতে রয়েছে “সার্চ বার”।
• প্রত্যেকটি ছবির ডেসক্রিপশন পাবার সুবিধা। মনে করুন! আপনি একটি পর্দাশীল নারী পিক ডাউনলোড করবেন। কিন্তু আপনি চাচ্ছেন কাঙ্ক্ষিত সেই ছবির সকল ডিটেইলস পেতে। এক্ষেত্রে এই সুবিধাও আনায়াসে পাবেন।
• ডার্ক মোড রয়েছে।
অ্যাপটির খারাপ দিক:
নেই।
অ্যাপটির ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
অ্যাপের ডিজাইন এক কথায় অসাধারণ। নেই কোনো বাড়তি উইজেট কিংবা বাটন। কালার এবং ইউজার ইন্টারফেস একদম সাদামাটা। ব্যবহার করতে হয় না কোন সমস্যা। অ্যাপে প্রবেশ করা মাত্রই পপুলার ছবিগুলো সবার প্রথমে থাকে। পাশাপাশি যে কোন ছবির উপর আলতো করে চেপে ধরলে হয় ডাউনলোড। সব মিলিয়ে এই অ্যাপের ডিজাইন এবং ইউজার ইন্টারফেস এ আপনি মুগ্ধ হতে বাধ্য।
আরো জানুন: নিজে নিজে তৈরী করুন নকশী কাঁথার ডিজাইন।
অ্যাপটির রেটিং এবং রিভিউ:
প্লে স্টোর:-
রেটিং: 4.5/5★
রিভিউ: 8000+
অ্যাপ স্টোর:-
রেটিং: 4.8/5★
রিভিউ: 5500+
যেভাবে অ্যাপটি ডাউনলোড করবেন:
প্লে স্টোর (অ্যান্ড্রয়েড)
অ্যাপ স্টোর (আইওএস)
শেষ কথা:
সো! আজকের আর্টিকেল এই পর্যন্তই। আশা করছি, পুরো আর্টিকেল পড়ে আপনারা জানতে এবং বুঝতে সক্ষম হয়েছেন যে, যেভাবে পর্দাশীল নারী পিক ডাউনলোড করতে করতে হয়। তাই অনুরোধ করবো, এই আর্টিকেলটি আপনার যদি বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে। তাহলে অবশ্যই আর্টিকেলটি শেয়ার করুন ওই সমস্ত ব্যক্তিবর্গদের মাঝে যারা জানেন না যে, কিভাবে পর্দাশীল নারী পিক ডাউনলোড করতে হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ