হিন্দি টু বাংলা ট্রান্সলেট | hindi to bangla translation app

hindi to bangla translation

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি, আপনারা সবাই ভাল আছেন। আজ আমরা আপনাদের মাঝে শেয়ার করব একটি hindi to bangla translation মোবাইল অ্যাপ। তাহলে চলুন বেশি কথা না বলে এক নজরে দেখে নেওয়া যাক hindi to bangla translate মোবাইল অ্যাপটিকে। অ্যাপটির নাম: Yandex Translate.
Yandex Translate কি?
এটি ইন্টারটেক সার্ভিস এজি (Intertech service AG) এর তত্ত্বাবধানে তৈরি করা একটি hindi to bangla translation মোবাইল অ্যাপস। যার মাধ্যমে সহজেই hindi to bangla translate করা যায়। [ ইন্টারটেক এর আগেও Yandex Browser মত অ্যাপস তৈরি করে, সারা ফেলে দিয়েছে গোটা বিশ্বে। ]
যেভাবে ব্যবহার করবেন Yandex Translate অ্যাপস:
• প্রথমে অ্যাপসটি প্লে স্টোর/ অ্যাপ স্টোর অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করুন।
• এরপর প্রাইমারি ভাষা বাংলা এবং সেকেন্ডারি ভাষা হিন্দি সিলেক্ট করুন।
• সব শেষ hindi to bangla translation অভিজ্ঞতা উপভোগ করুন।

Yandex Translate অ্যাপস এর সুবিধা সমূহ:
• অনলাইনে ১০০টি ভাষা ট্রান্সলেট করা যায়। উল্লেখযোগ্য: Bangla to English, German to English And hindi to bangla translate ETC.
• থিম পরিবর্তন করা যায়।
• টেক্সট না লিখে সরাসরি ভয়েজের মাধ্যমে ট্রান্সলেট করা যায়। (হিন্দি সহ যেকোনো ভাষা)
• যেকোনো ছবির লেখা ট্রান্সলেট করা যায়।
• দ্রুত যেকোনো ভাষা ট্রান্সলেট করার জন্য এতে আলাদা করে রয়েছে ট্রান্সলেট উইজেট।
• যেকোনো ট্রান্সলেট ফেভারিট লিস্টে যুক্ত করার সুবিধা রয়েছে।
• অফলাইনে ব্যবহার করার সুবিধা। এক্ষেত্রে কাঙ্খিত ভাষা আগে থেকে ডাউনলোড করে রাখার প্রয়োজন পড়ে।

Yandex Translate অ্যাপস এর খারাপ দিক:
নেই।
Yandex Translate অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
অ্যাপস এর ডিজাইন দুর্দান্ত সুন্দর। আপনারা এর আগে যারা ইয়ানডেক্স ব্রাউজার ব্যবহার করেছেন। তারা হয়তো ইন্টারটেক এর সকল অ্যাপের ডিজাইন সম্বন্ধে জেনে থাকবেন। অ্যাপসটিতে নেই কোন বাড়তি এডভারটাইজিং এবং উইজেট। এর ফলে এপসটি খুব সহজেই ব্যবহার করা যায়। অ্যাপটি ওপেন করলেই দেখা মিলবে hindi to bangla translation এর। শুধু একবার সেটিং করার পর, আপনাকে এই অ্যাপের মধ্যে আর কিছুই করতে হবে না। জাস্ট অ্যাপটি ওপেন করুন আর hindi to bangla translate করুন।
Yandex Translate অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
প্লে স্টোর:-
রেটিং: 4.4/5★
রিভিউ: 195K+

অ্যাপ স্টোর:-
রেটিং: 4.7/5★
রিভিউ: 2K+
যেভাবে ডাউনলোড করবেন Yandex Translate অ্যাপস:
প্লে স্টোর (অ্যান্ড্রয়েড)
শেষ কথা:
বিভিন্ন সময় আমাদের অন্যান্য ভাষা ট্রান্সলেট করার প্রয়োজন পড়ে। আর এজন্য আমরা ব্যবহার করে থাকি ট্রান্সলেটর মোবাইল অ্যাপ গুলো। কারণ, এই সকল অ্যাপ দিয়ে দ্রুত hindi to bangla translate কিংবা bangla to hindi translate করা পসিবল। ঠিক এমনই একটি অ্যাপ, যা আমরা এই আর্টিকেলে আপনাদের মাঝে শেয়ার করেছি। তাই আপনার যদি স্ট্যাবল এবং কঠিন পারফরমেন্স যুক্ত hindi to bangla translation অ্যাপ প্রয়োজন হয়ে থাকে। তাহলে এখনি ডাউনলোড করুন এই আর্টিকেলে শেয়ার করা মোবাইল অ্যাপসটি। ধন্যবাদ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top