সকল নবীদের জীবনী পড়ার সেরা অ্যাপস!

হযরত মুহাম্মদ সাঃ এর জীবন কাহিনী

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি, মহান আল্লাহতালার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ এই আর্টিক্যাল এর মাধ্যমে আপনাদের মাঝে আমরা শেয়ার করতে চলেছি। কোরআনে বর্ণিত সেরা ২৫ নবীদের নামের তালিকা সহ সকল নবীগণদের বিস্তারিত জীবনী বর্ণনা। সকল নবীদের জীবনী পড়ার জন্য আপনাদের ব্যবহার করতে হবে ছোট্ট একটি মোবাইল অ্যাপস। যেটি মূলত আজ এই আর্টিকেল এর মাধ্যমে আমরা রিভিউ করতে চলেছি। অ্যাপসটির নাম: সকল নবীদের সম্পূর্ণ জীবনী। নামটি বড় হওয়ার কারণে, এই আর্টিকেল জুড়ে আমরা অ্যাপসটি কে শুধু “নবী” নামে ডাকবো। তাহলে চলুন! আজকের এই আর্টিকেল শুরু করি এবং দেখে নেই “নবী” অ্যাপের সকল বিষয়বস্তু।
নবী অ্যাপস কি?
এটি একটি রিলিজিয়াস লার্নিং মোবাইল অ্যাপস। যার মধ্যে রয়েছে কোরআনে বর্ণিত সেরা ২৫ নবীদের নামের তালিকা সহ সকল নবীগণদের বিস্তারিত জীবনী বর্ণনা। নবীগণদের জীবনীর মধ্যে রয়েছে হযরত মুহাম্মদ সাঃ এর জীবন কাহিনী, আদম আঃ এর জীবনী সহ হযরত নুহ (আঃ), হযরত ইদরিস (আঃ), হযরত হুদ (আঃ), হযরত সালেহ (আঃ) এর পাশাপাশি অন্যান্য নবীদের জীবনী

যেভাবে ব্যবহার করবেন নবী অ্যাপস:
• প্রথমে নিচের লিংক অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন “নবী” এপসটি।
• এরপর দেখতে পাবেন সকল নবীদের নামের তালিকা
• এরপর তালিকা থেকে বেছে নিন আপনার কাঙ্খিত নবীর নাম।
• আর সর্বশেষ কাঙ্খিত নবীর নামের উপর ক্লিক করলে দেখতে পাবেন। ওই নবীর বিস্তারিত জীবনী।
নবী অ্যাপস এর সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:
কোরআনে বর্ণিত সেরা ২৫ নবীদের নামের তালিকা সহ সকল নবীগণদের বিস্তারিত জীবনী বর্ণনা রয়েছে। নবীগণদের জীবনীর মধ্যে রয়েছে হযরত মুহাম্মদ সাঃ এর জীবন কাহিনী, আদম আঃ এর জীবনী সহ হযরত নুহ (আঃ), হযরত ইদরিস (আঃ), হযরত হুদ (আঃ), হযরত সালেহ (আঃ) এর পাশাপাশি অন্যান্য নবীদের জীবনী।
[ অ্যাপসটি নির্দিষ্ট একটি টপিকের উপর তৈরি করা। তাই সুবিধা সমূহ বলতে, এখানে শুধু রয়েছে কোরআনে বর্ণিত সেরা ২৫ নবীদের নামের তালিকা সহ সকল নবীগণদের বিস্তারিত জীবনী বর্ণনা। ]
নবী অ্যাপস এর খারাপ দিক:
থার্ড পার্টি এডভার্টাইজিং রয়েছে। তবে না থাকলে বেশি ভালো হতো। যেহেতু এটি একটি রিলিজিয়াস লার্নিং অ্যাপস।
নবী অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
সুন্দর কালার কম্বিনেশন, স্টাইলিশ বাংলা ফন্ট এবং চোখ শীতল করা ব্যাকগ্রাউন্ড অ্যাপস টি কে তৈরি করেছে সবার থেকে আলাদা। ডিজাইনের দিক থেকে অ্যাপসটিকে নিঃসন্দেহে ১০/১০ দেয়া যেতেই পারে। একই সাথে ইউজার ইন্টারফেস বেশ নিট এন্ড ক্লিন। অ্যাপসটি তে থার্ড পার্টি এডভার্টাইজিং থাকলেও, অ্যাপসটি ওপেন করা মাত্র কোনো প্রকারের থার্ড পার্টি এডভারটাইজিং চোখে পড়ে না। তবে নির্দিষ্ট নবীদের জীবনী পড়ার সময় মাঝেমধ্যে “পপ/স্কিবল অ্যাডস” চোখে পড়ে।

নবী অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
রেটিং: 4.6/5
রিভিউ: 250+
[প্লে স্টোরের তথ্য অনুযায়ী]
যেভাবে ডাউনলোড করবেন নবী অ্যাপস:
অ্যাপসটি ডাউনলোডের জন্য সরাসরি এই লিংকে ক্লিক করুন।
শেষ কথা:
একজন প্রকৃত মুসলিম ব্যাক্তি হিসাবে ইসলামকে অবশ্যই কাছ এক্সপ্লোর করা উচিত। আর এক্সপ্লোর করার ক্ষেত্রে সকল নবীদের জীবনী পড়ার কোনো জুড়ি নেই। কারণ, নবীগণ দের জীবনী থেকে অনেক কিছু জানার, শেখার এবং করার আছে। তাই উল্লেখিত মোবাইল অ্যাপস টি এখনই ডাউনলোড করুন এবং জেনেনিন সকল নবীদের নামের তালিকা সহ নবীগণ দের বিস্তারিত জীবনী বর্ণনা। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top