ফ্রিতে দেখুন | জনপ্রিয় সকল ইংলিশ ও তামিল বাংলা মুভি।

তামিল মুভি বাংলা ভাষা

সময় কাটানোর পাশাপাশি নিজেকে এন্টারটেন্ট করতে আমরা কমবেশি সবাই মুভি দেখে থাকি। কিন্তু মাঝেমধ্যে ফরেন মুভি দেখার সময় ভাষা না জানার ফলে, আনকম্ফোর্টেবল ফিল করি এবং একটা পর্যায়ে গিয়ে কাঙ্খিত মুভি থেকে নিজেকে সরিয়ে রাখি। মুভির ক্ষেত্রে বাংলা, হিন্দি এবং ইংলিশ বুঝতে পারলেও, তামিল বুঝতে গিয়ে একটু হলেও আমরা অস্বস্তিতে পড়ে যাই। তামিল ভাষা ছাড়াও বর্তমানে বিভিন্ন ভাষায় মুভি তৈরি হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপট হিসাব করলে তামিল মুভির কদর রয়েছে সবার উপরের তালিকায়। তাই এবারের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। যেভাবে খুব সহজে সম্পূর্ণ বিনামূল্য তামিল মুভি বাংলা ভাষা তে অর্থাৎ ডাবিড/ ডাবিং তামিল মুভি গুলো দেখবেন। তামিল মুভি বাংলা ভাষা তে দেখার জন্য, আপনাদের প্রয়োজন পড়বে একটি মোবাইল অ্যাপসের। অ্যাপসটির নাম: Bongo.
Bongo অ্যাপস কি?
এটি বিশ্বের সবথেকে বড় বাংলা এন্টারটেইনমেন্ট প্লাটফর্ম। এখানে রয়েছে লক্ষ লক্ষ মিনিটের ভিডিও সামগ্রী তথা ব্লকবাস্টার সিনেমা, নাটক, সর্বশেষ টিভি শো, খেলাধুলা এবং লাইভ টিভি। এছাড়াও প্রতি সপ্তাহে রিলিজ করা হয় নিত্য নতুন সব নাটক, সিনেমা এবং ওয়েব সিরিজ। পাশাপাশি অন্যান্য ভাষার মুভি গুলো বাংলা ভাষাতে রয়েছে অর্থাৎ ডাবিং করা। যেমন: ইংলিশ, হিন্দি ও তামিল মুভি বাংলা ভাষা তে রয়েছে।

যেভাবে ব্যবহার করবেন Bongo অ্যাপস:
• প্রথমে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী, অ্যাপসটি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন।
• এরপর আপনার ফোন নাম্বার, ফেসবুক অথবা জিমেইল একাউন্ট সাইন আপ করুন।
[ অ্যাপস টি ব্যবহার করতে কোন প্রকারের অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়ে না। তবে বেশ কয়েকটি সুবিধা উপভোগ করার জন্য, আপনাকে অবশ্যই খুলতে হবে অ্যাকাউন্ট। ]
Bongo অ্যাপস এর সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:
• একসাথে ১৫ হাজারের বেশি মুভি, নাটক, টিভি শো, ওয়েব সিরিজ এবং বঙ্গ অরজিনাল দেখার সুবিধা।
• বাড়তি কোন চার্জ ছাড়াই, যে কোন ইন্টারনেট কানেকশনের মাধ্যমে ব্যবহার করা যায়।
• দেশী-বিদেশী জনপ্রিয় সব লাইভ টিভি চ্যানেল দেখার সুবিধা। চ্যানেলগুলোর মধ্যে রয়েছে: সময় টিভি, এনটিভি, সনি সিক্স, বঙ্গ মুভি ইত্যাদি। এছাড়াও প্রিমিয়াম প্যাকেজ কিনলে থাকছে সনি আট, সনি ম্যাক্স এবং জি বাংলা।
• জনপ্রিয় সকল ইংলিশ, হিন্দি এবং তামিল মুভি বাংলা ভাষা তে রয়েছে।
• পছন্দকৃত ওয়েব সিরিজ হোক বা তামিল মুভি বাংলা ভাষা র হোক না কেন, অ্যাপের মধ্যে থাকা সকল ভিডিও ফেবারেট লিস্ট এবং অফলাইনে দেখার সুবিধে রয়েছে।

• বাচ্চাদের জন্য আলাদা ক্যাটাগরিতে রয়েছে বাংলা কার্টুন/ bangla cartoon.
• ডাটা সেভার মুড, মাল্টি ল্যাঙ্গুয়েজ এবং ফোনের ডাটা নষ্ট হওয়ার রোধে রয়েছে “অনলি ওয়াইফাই” মোড।
Bongo অ্যাপস এর খারাপ দিক:
নেই। তবে ফ্রি ইউজারদের ভোগ করতে হবে থার্ড পার্টি এডভার্টাইজিং।
Bongo অ্যাপস এর প্রিমিয়াম প্যাকেজ এবং সাবস্ক্রিপশন:
প্রিমিয়াম প্যাকেজ এর সুবিধা:
• থার্ড পার্টি এডভার্টাইজিং নেই।
• যেকোনো ভিডিও ডাউনলোড এর সুবিধা।
• ক্রোমকাস্ট অর্থাৎ বড় স্কিনে ভিডিও প্লে করার সুবিধা।
• HD/ এইচডি প্রিমিয়াম কনটেন্ট দেখার সুবিধা।
প্রিমিয়াম প্যাকেজ এর দাম:
৩০ দিন – ৫০৳ টাকা।
৩৬৫ দিন – ৪০০৳ টাকা।
পেমেন্ট মেথড:
পেমেন্ট করা যাবে সকল ইন্টারন্যাশনাল ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের মাধ্যমে। এছাড়াও দেশের সকল মোবাইল অপারেটরদের মাধ্যমেও পেমেন্ট করা যাবে। যেমন: গ্রামীণফোন, বাংলালিংক, রবি, টেলিটক এবং এয়ারটেল।
Bongo অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
জনপ্রিয় এই বাংলা লার্জেস্ট এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টি, অন্যান্য প্রতিটি ওটিটি প্লাটফর্ম এর অ্যাপের মত করেই ডিজাইন করা। তাই যারা আগে ওটিটি প্লাটফর্ম এর অ্যাপস ব্যবহার করেছেন। তাদের কাছে নতুনত্ব কিছুই চোখে পড়বে না। এরপরও এর ডিজাইন প্রশংসনীয়। প্রতিটি বাটন পজিশন, আইকন, সেগমেন্ট এবং কালার কম্বিনেশন ছিল চোখে লাগার মত। অ্যাপসটি পর্যাপ্ত পরিমাণ ইউজার ফ্রেন্ডলি এবং নিট এন্ড ক্লিন এর ইউজার ইন্টারফেস।

Bongo অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
অ্যাপ স্টোর:
রেটিং: 3.5/5★
রিভিউ: 100+
প্লে স্টোর:
রেটিং: 4.3/5★
রিভিউ: 54K+
যেভাবে ডাউনলোড করবেন Bongo অ্যাপস:
প্লে স্টোর (অ্যান্ড্রয়েড)
[ সরাসরি অ্যাপসটি কে ডাউনলোড করতে উপরের প্ল্যাটফর্মের নামের উপর ক্লিক করুন। ]
শেষ কথা:
আমরা যারা ফরেন ভাষা জানিনা, তারা প্রায়ই বিভিন্ন থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে ডাবিং করা মুভি ডাউনলোড করার জন্য আপ্রাণ চেষ্টা করি। কিন্তু সিংহভাগ লোক সঠিক মাধ্যম না জানার ফলে, দেখতে পারেন না ইংলিশ, হিন্দি এবং তামিল বাংলা মুভি গুলো। তাই আপনিও যদি ফরেন ভাষা না জানার তালিকায় থাকেন। তাহলে অবশ্যই আজকের শেয়ারকৃত মোবাইল অ্যাপসটি একবার ব্যবহার করে দেখুন। তাহলে হয়তো তামিল মুভি বাংলা ভাষা তে উপভোগ করার পাশাপাশি, উপভোগ করতে পারবেন হিন্দি এবং ইংলিশ ভাষার সকল মুভি ও ওয়েব সিরিজ। সো! আজকের আর্টিকেল এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই ওয়েবসাইটের সঙ্গে সংযুক্ত থাকুন। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top