স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে থার্ড পার্টি মোবাইল অ্যাপস এর জুড়ি নেই। স্মার্ট ফোন আছে তো থার্ড পার্টি মোবাইল অ্যাপস থাকবে এটাই স্বাভাবিক। স্মার্টফোনে থাকা ডিফল্ট অ্যাপসগুলো দিয়ে অনেক সময় সঠিক কাজ করা সম্ভব হয় না। যে কারণে থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করতে হয় নিত্য প্রয়োজনীয় মোবাইল অ্যাপস গুলো। হয়তো এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে, আজকে কোন বিষয়বস্তু নিয়ে আমরা এই আর্টিকেল সাজিয়েছি। বুঝতে পারলে ভালো। আর না বুঝতে পারলে বলে দিচ্ছি: আজ আমরা কথা বলব যেভাবে ডাউনলোড করবেন সকল মোবাইল অ্যাপস এর বাইপাস বা Mod করা ভার্সনগুলো। আর এই পুরো বিষয়বস্তুতে সহযোগিতা করবে HappyMod নামক একটি থার্ড পার্টি মোবাইল অ্যাপস।
তাহলে চলুন! আজকের মূল আর্টিকেল শুরু করা যাক।
HappyMod কি?
এটি থার্ড পার্টি মোবাইল অ্যাপস ডাউনলোড করার বহুল জনপ্রিয় একটি মাধ্যম। যেখানে আপনি turbo vpn mod apk, shadow fight 2 mod apk, vimage mod apk free download করা সহ সকল মোবাইল অ্যাপস এর মোড ভার্সনগুলো ডাউনলোড করতে পারেন। HappyMod প্রত্যেক ইউজারদেরকে ভাইরাস, মালওয়্যার এবং স্পাইওয়্যার মুক্ত অরজিনাল অ্যাপের মোড ভার্সনগুলো ব্যবহার করতে দেন।
আরো জানুন: যেভাবে খুব সহজে ডাউনলোড করবেন সকল নতুন মুভি।
যেভাবে ব্যবহার করবেন HappyMod:
• প্রথমে নিচে দেয়া লিংক থেকে অ্যাপসটি কে ডাউনলোড করুন।
• এরপর ওপেন করে ফোনে চাওয়া পারমিশন এলাও করুন।
• এরপর কাঙ্খিত অ্যাপস এর নাম লিখে সার্চ করুন।
• সর্বশেষ ডাউনলোড বাটনে ক্লিক করুন এবং অ্যাপসটি কে ডাউনলোড করে ইন্সটল করুন।
HappyMod এর সুবিধা সমূহ:
• প্লে স্টোরে থাকা গেম এবং অ্যাপস গুলোর মধ্যে থেকে জনপ্রিয় সকল অ্যাপস এবং গেমের মোড ভার্সন গুলো ম্যালওয়্যার, ভাইরাস এবং স্পাইওয়্যার ছাড়া ডাউনলোড করার সুবিধা। অ্যাপ এবং গেমের মধ্যে রয়েছে turbo vpn mod apk, shadow fight 2 mod apk, KineMaster mod apk, alight motion mod apk etc. এখানে প্রায় ছোট বড় তিন লাখের বেশি মোড ভার্সন রয়েছে।
• সুপার ফাস্ট ডাউনলোড প্রসেসিং ব্যবস্থা।
• মাল্টি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার সুবিধা।
• Pause এবং Resume করার সুবিধা।
• একটি অ্যাপ কতটা কার্যকর তা ডাউনলোডের পূর্বে দেখার সুবিধা।
• সার্চের মাধ্যমে তাড়াতাড়ি কাঙ্খিত অ্যাপস খোঁজার সুবিধা।
• নিজের তৈরি অরজিনাল অ্যাপ এবং মোড শেয়ার করার সুবিধা।
• ডার্ক মোড ব্যবহার করার সুবিধা।
HappyMod এর খারাপ দিক:
প্রথমত নেই। তবে অনেকের মাঝে এখনো রয়েছে অনেক জড়তা। কারণ, এই অ্যাপসটি সম্পূর্ণ ইলিগ্যাল হওয়ার কারণে প্লে স্টোরে আজ পর্যন্ত অ্যাপসটিকে লঞ্চ করা হয়নি। গুগল প্লে স্টোরের নিয়ম নীতিমালা অনুযায়ী ভিডমেট, স্ন্যাপটিউব এবং HappyMod এর মত হাজারো অ্যাপস গুগল প্লে স্টোরে জায়গা পায়নি। জায়গা পায়নি, তার মানে যে অ্যাপস খারাপ ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। অ্যাপস অবশ্যই ভালো। নাহলে লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করতো না কখনোই। প্লে স্টোরে এই ধরনের অ্যাপস না পাবলিশ করার অন্যতম কারণ: গুগল কখনোই চায় না যে সকল অ্যাপের মাঝে সাবস্ক্রিপশন রয়েছে তা কোনভাবে যেন সাধারণ ব্যবহারকারীরা বাইপাস না করতে পারেন। ঠিক এই কারণের জন্যই, HappyMod প্লে স্টোরে নেই। আর যেখানে HappyMod সকল অ্যাপস বাইপাস করে, সেখানে গুগল তো কখনই জায়গা দিবে না।
HappyMod এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
একটি থার্ড পার্টি অ্যাপস হিসেবে এর ডিজাইন আমার দেখা অন্যান্য মোবাইল অ্যাপস ডাউনলোড করার অ্যাপস গুলোর চেয়ে অনেক ভালো। কারণ, প্রথমত অ্যাপসটির ডিজাইন মিনিমালিস্টিক, কালার কম্বিনেশন ভালো, ব্যবহার করা অনেক সহজ এবং ইউজার ইন্টারফেস বেশ সাজানো গোছানো। পাশাপাশি অ্যাপসটিতে রয়েছে একটি নাইট মোড অপশন। যা ব্যবহার করার ফলে অ্যাপসটিকে দেখতে আরো সুন্দর লাগে। সেই সাথে চোখেরও ক্ষতি করে না।
HappyMod এর রেটিং এবং রিভিউ:
অ্যাপসটি এই মুহূর্তে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর এ পাওয়া যাবে না। তাই রেটিং এবং রিভিউ না দিতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
যেভাবে ডাউনলোড করবেন HappyMod:
অ্যাপসটিকে সরাসরি তাদের অরজিনাল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার জন্য এই লিংকে প্রবেশ করুন।
শেষ কথা:
স্মার্ট ফোন এক্সপার্টদের মতে থার্ড পার্টি অ্যাপস তথা বাইপাস করা যে অ্যাপস গুলো রয়েছে তা ব্যবহার না করাই উত্তম। এরপরও আমরা ফ্রিতে প্রিমিয়াম সুযোগ-সুবিধা পাবার ক্ষেত্রে ব্যবহার করে থাকি ক্রাক বা মোড ভার্সন। যা অতি ঝুঁকিপূর্ণ। তবে আপনি যদি একটু লক্ষ্য করে থাকেন পশ্চিমা বিশ্বের দিকে, তাহলে দেখবেন তারা প্রত্যেকটি অ্যাপস ক্রয়ে করে লিগ্যালওয়েতে ব্যবহার করে থাকেন। যেখানে এশিয়ার মধ্যে থাকা কান্ট্রিগুলো একদম উল্টো পথে হাটে। আর এর ফলে ঘটে থাকে যত ধরনের ভীতিকর পরিস্থিতি। এর অবশ্য একটি কারণও রয়েছে। আর সেটি হচ্ছে: পশ্চিমাদের মত এশিয়ার মধ্যে থাকা কান্ট্রিগুলোর মানুষের কাছে আর্থিক এবং টাকা লেনদেন করার মেথড নাই বললেই চলে। আর থাকলেও তা অনেক জটিলতার। আর ঠিক এইরকম কারণগুলোর জন্যই মানুষ মোড বা বাইপাস করা অ্যাপস ব্যবহার করে থাকেন। তাই সর্বশেষ বলতে চাই একান্ত না প্রয়োজন হলে, মোড অথবা বাইপাস করা অ্যাপস ব্যবহার করা থেকে নিজেকে দূরে রাখুন। আর যদি প্রয়োজন হয় turbo vpn mod apk, shadow fight 2 mod apk, KineMaster mod apk, alight motion mod apk, vimage mod apk free download করার। তাহলে চোখ বুঝে ডাউনলোড করে নিন HappyMod. ধন্যবাদ