প্রাচীনকাল থেকেই মানুষের মাঝে গান মনোরঞ্জিত একটি বিষয়বস্তু হয়ে উঠেছে। সেই সময় মানুষ শুধুমাত্র লিরিক্সগুলো মুখে বলতো এবং নিত্য প্রয়োজনীয় থালাবাসন, কলস এবং অন্যান্য বস্তুতে হাতের তালুর স্পর্শে আঘাত দিয়ে দিয়ে বাজনা বাজিয়ে গান করতো। যা বর্তমান সময়ে নেই বললেই চলে। কারণ, এখন রয়েছে ইন্সট্রুমেন্টালের জন্য বিভিন্ন বাদ্যযন্ত্র। সেই সাথে আপডেট হয়েছে গান শোনার মেথডগুলো ও। যেমন: কিছু বছর আগেও মানুষ গান শোনার জন্য রেডিও কিংবা এমপিথ্রি টাইপ ডিভাইসগুলো ব্যবহার করত। কিন্তু এখন তা পুরোপুরি বদলে গেছে। এখন মানুষ গান শোনার জন্য স্মার্ট ফোন বা অন্যান্য ডিভাইস ব্যবহার করে থাকেন। সেই সাথে গান শোনার মেথড তথা যে জায়গা থেকে গান খুঁজে শোনা হয় তাও সম্পূর্ণ চেঞ্জ। কারণ, এখন মানুষ গান শুনে ইউটিউব, স্পটিফাই, সাউন্ড ক্লাউড এবং অন্যান্য থার্ড পার্টি মোবাইল অ্যাপস দিয়ে। এর অবশ্য বেশ কয়েকটি কারণ রয়েছে যেমন: প্রতিনিয়ত এখান থেকে ভালো ভালো নতুন গান খুঁজে পাওয়া সম্ভব এবং শুনতে বাড়তি কোন চার্জও প্রদান করতে হয় না। যখন যেমন ইচ্ছা তেমন গান শোনা সম্ভব। আর আপনাদের মাঝে তেমনি একটি অ্যাপস নিয়ে হাজির হয়েছি, এবারের এই আর্টিকেলে। অ্যাপসটির নাম: gaana /গানা।
Gaana অ্যাপস কি?
এটি ইন্ডিয়ার সব থেকে বড় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম। যেখানে প্রতিমাসে ২০০ মিলিয়ন ইউজার মিউজিক স্ট্রিম করে থাকেন। এছাড়াও অ্যাপসটির মাধ্যমে ভালো ভালো নতুন গান, পডকাস্ট এবং Gaana এর স্পেশাল লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারেন। অ্যাপসটিতে সর্বমোট 16 টি ভাষা যোগ করা হয়েছে। যার ফলে পৃথিবীর যেকোন প্রান্তের মানুষ মিউজিক স্ট্রিম করতে পারেন। একই সাথে জনপ্রিয় এই প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে ওয়েব, উইন্ডোজ, ম্যাকওএস, আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে।
আরো জানুন: ইউটিউব এর সকল গান শুনুন অডিও আকারে।
যেভাবে ব্যবহার করবেন Gaana অ্যাপস:
অ্যাপসটি ব্যবহার করতে কোন অ্যাকাউন্টের প্রয়োজন হয় না। তবে বেটার এক্সপেরিয়েন্স পাবার জন্য এবং অন্যান্য টুকিটাকি কিছু ফিচার পাবার ক্ষেত্রে, অবশ্যই আপনাকে মোবাইল নাম্বার অথবা ইমেইলের মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।
যেভাবে তৈরি করবেন Gaana Account:
• প্রথমে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী “গানা” অ্যাপস টি ডাউনলোড করুন এবং ওপেন করুন।
• এরপর সেটিং আইকনে ক্লিক করে লগইন বাটনে ক্লিক করুন এবং ফোন নাম্বার অথবা ইমেইল প্রবেশ করিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।
• এরপর আপনার ব্যক্তিগত ইনফরমেশন প্রোভাইড করে “সেভ” বাটনে ক্লিক করুন।
[ ইমেইল দিয়ে একাউন্ট করার ক্ষেত্রে কাঙ্খিত মেইল এড্রেসে একটি ভেরিফিকেশন কোড যায়। যা একাউন্ট তৈরি করার সময় প্রয়োজন হয়। আর যদি ফোন নাম্বার দিয়ে একাউন্ট তৈরি করা হয়, তাহলে অটোমেটিক ডিটেক্ট করে নেয়। ]
Gaana অ্যাপস এর সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:
• হাই কোয়ালিটিতে ভালো ভালো নতুন গান সহ ৪৫ মিলিয়নের অধিক গান স্টিমিং করা সম্ভব।
• হাজারের বেশি অটোমেটিক প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে।
• ৩০ টির বেশি রেডিও স্টেশন রয়েছে।
• ইন্ডিয়ান জনপ্রিয় সব শো সহ কমেডি, মেডিটেশন, অ্যাস্ট্রোলজি, মুভি এবং রিভিউ পডকাস্ট আকারে পাবার সুবিধা।
• বাংলা ইংলিশ সহ সর্বমোট ১৬টি ভাষা ব্যবহার করার সুবিধা।
• পছন্দের কাঙ্খিত গানের লিরিক্স পড়ার সুবিধা।
Gaana অ্যাপস এর প্রিমিয়াম বা প্লাস এর সুবিধা:
• কোন প্রকারের অ্যাডভার্টাইজিং নেই।
• একসঙ্গে পাঁচটি মোবাইল সিঙ্কোনাইজ করা সম্ভব।
• উন্নত মানের সাউন্ড কোয়ালিটি।
• আনলিমিটেড ডাউনলোড এবং অফলাইনে শোনার সুবিধা।
Gaana অ্যাপস এর সাবস্ক্রিপশন:
১২ মাস – ২৯৯₹
[ পেমেন্ট করা যাবে রিওয়ার্ড, নেট ব্যাংকিং, পেটিএম ওয়ালেট এবং ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে। ]
Gaana অ্যাপস এর খারাপ দিক:
নেই।
Gaana অ্যাপস ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
চোখ ধাঁধানো মিনি মিলিস্টিক ডিজাইন, সাজানো-গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ইউজার ইন্টারফেস এবং কালার কম্বিনেশনে অ্যাপসটি কে করেছে আরো আকর্ষণীয়। প্রত্যেকটি ক্যাটাগরি, প্লে লিস্ট আর ওইজেট গুলো ঠিকঠাক পজিশনেই রয়েছে। তাই ডিজাইন এবং ইউজার ইন্টারফেস নিয়ে বাড়িয়ে বলার কিছুই নেই। যারা ইতিমধ্যে ব্যবহার করেছেন তারা হয়তো বিষয়টি খুব ভালো করে জানেন। আর যারা এখনো ব্যবহার করেননি। তারা অবশ্যই নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন অ্যাপসটিকে।
Gaana অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
প্লে স্টোর:-
রেটিং: 4.5/5
রিভিউ: 4M+
অ্যাপ স্টোর:-
রেটিং: 4.0/5
রিভিউ: 72.6K+
যেভাবে ডাউনলোড করবেন Gaana অ্যাপস:
অ্যাপ থেকে সরাসরি ডাউনলোডের জন্য নিচের লিংক দুটি অনুসরণ করুন:
প্লে স্টোর (অ্যান্ড্রয়েড)
অ্যাপ স্টোর (আইওএস)
শেষ কথা:
উপরের রিভিউ করা অ্যাপসটি তাদের জন্য যারা প্রতিনিয়ত ভালো ভালো নতুন গান খুঁজে থাকেন। ভালো ভালো নতুন গান এখন ইউটিউবেও পাওয়া যায়। কিন্তু সেখানে ভিডিও আকারে প্রত্যেকটি গান প্রদর্শন করা হয়। আর যাদের ঘরে ওয়াইফাই নেই অর্থাৎ যারা মোবাইল ডাটা ইউজার, তাদের জন্য এটি একটি ভোগান্তির অন্যতম কারণ। আর এক্ষেত্রে গানা অ্যাপস টি সম্পূর্ণ ভিন্ন। কারণ, এখানে এডভার্টাইজিং থাকলেও তা দীর্ঘক্ষণ পর আসে এবং প্রত্যেকটি গান অডিও আকারে হাই সাউন্ড কোয়ালিটিতে শোনা সম্ভব। আর পাশাপাশি ভালো ভালো নতুন গান রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশনের মাধ্যমে পাওয়া সম্ভব। ইউটিউবের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। তবে এক্ষেত্রে নির্দিষ্ট চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে হয়। যা গানাতে কখনোই করতে হয় না। ধন্যবাদ