দেখেনিন | যেভাবে জানবেন আজকের সোনার দাম কত?

আজকের সোনার দাম কত

সোনা একটি হলুদ বর্ণের ধাতু। যা প্রাচীনকাল থেকেই মানুষের কাছে সুপরিচিত এবং মহা মূল্যবান একটি বস্তু। সোনার ব্যবহার এখনো হয়ে আসছে প্রতিনিয়ত। বিভিন্ন ধরনের অলংকারে এর দেখা পাওয়া যায়। স্পেসিফিক কিছু দেশ সোনার উপর বেশ নির্ভরশীল বিশেষ করে অলংকার তৈরির ক্ষেত্রে। দেশগুলোর মধ্যে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, আরব আমিরাত, সৌদি আরব, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া সহ আরো কিছু দেশ। সোনা যেহেতু একটি মহামূল্যবান বস্তু, তাই এটিকে কেন্দ্র করে বাড়ছে প্রতিনিয়ত প্রতারকদের নতুন নতুন ফাঁদ। যা একজন সাধারণ নাগরিক কখনোই বুঝতে পারে না। আর না বুঝে প্রতারকদের সেই ট্রাপে পা ফেলে সর্বোচ্চ হারানোর প্রমাণ মিলেছে হাজারো বার। তাই এই বিষয়টিকে কেন্দ্র করে, আজ আমরা আপনাদের মাঝে শেয়ার করব। যেভাবে জানবেন আজকের সোনার দাম কত? আজকের সোনার দাম কত? এই ছোট্ট প্রশ্নটির জবাব আমাদের জানার জন্য অনেক সময় স্বর্ণকারের শরণাপন্ন হতে হয়। কিন্তু এখন থেকে এই ঝামেলা আপনার-আমার এবং আমাদের কারোরই পোহাতে হবে না। কারণ, এই বিষয়টি এখন জানতে পারবেন আপনার মোবাইল ফোনে থাকা একটি অ্যাপস এর মাধ্যমে। অ্যাপস টির নাম: Gold Price Bangladesh. তাহলে চলুন বেশি কথা না বলে মুল আর্টিকেল শুরু করি।
GPB অ্যাপস কি?
বাংলাদেশের বাজারে সোনা এবং রুপোর দাম বর্তমানে কত চলে? তা দেখার একটি মোবাইল অ্যাপস। যেখান থেকে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখা সম্ভব। আপডেট গুলোর মধ্যে রয়েছে সোনা এবং রুপা। এছাড়াও এই অ্যাপস এর মাধ্যমে সোনা এবং রুপার ক্রয়, বিক্রয়, ওজন, মজুরি এবং বাজেট হিসাব করা সম্ভব।

যেভাবে ব্যবহার করবেন GPB অ্যাপস:
প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করুন অথবা নিচের লিংক থেকে। এরপর অ্যাপসটি ওপেন করুন। এরপর যদি আপনার জানার প্রয়োজন হয় যে, আজকের সোনার দাম কত? তাহলে সরাসরি “স্বর্ণের বর্তমান মূল্য” বাটনে ট্যাপ করুন এবং অল্প কিছু সময় ওয়েট করুন। এরপর আপনার সামনে স্বর্ণের একটি চার্ট চলে আসবে। যেখান থেকে খুব সহজে জানতে পারবেন আজকের সোনার দাম কত বা ১ আনা সোনার দাম কত বাংলাদেশে র বাজারে ইত্যাদি ইত্যাদি। একই প্রসেস অবলম্বন করতে হবে রুপার দাম দেখার ক্ষেত্রেও।
GPB অ্যাপস এর সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:
• আজকের রুপার দাম কত বা আজকের সোনার দাম কত? এরকম প্রশ্নের সহজেই উত্তর পাবার সুবিধা। 
যেসব রুপা/স্বর্ণের ধরন এর দাম দেখা যাবে: ২২ ক্যারেট, ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন স্বর্ণ/রুপা।
• কত টাকা বাজেটে কোন ধরনের এবং কতটুকু পরিমান সোনা/রুপা পাবেন তা দেখার সুবিধা।
• নিজের কাছে থাকা সোনা এবং রুপা যতটুকু রয়েছে তা বিক্রয় করার ক্ষেত্রে কত টাকা পাবেন তা দেখার সুবিধা। একইভাবে কেনার ক্ষেত্রেও এই মেথড প্রযোজ্য।
• নির্দিষ্ট গহনার পরিমান বসিয়ে অন্য গহনার ওজনের পরিমান বের করার সুবিধা।
• গহনার ধরণ অনুযায়ী স্বর্নের বা রুপার ক্রয়মূল্য এবং আজকের দিনের বিক্রয়মূল্য বের করার সুবিধা।
GPB অ্যাপস এর খারাপ দিক:
নেই।

GPB অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
অ্যাপস টির ডিজাইন মোটামুটি ভালো লেগেছে আমাদের কাছে। তবে আরো ভালো লাগতো, যদি কালার কম্বিনেশন একটু ভালো হতো। তবে এটা কোন ব্যাপার না। যে ব্যক্তি আজকের সোনার দাম কত? এই প্রশ্ন করার জন্য স্বর্ণকারের শরণাপন্ন হতো, সে হয়তো এই অ্যাপের বদৌলতে আর হবে না। ইউজার ইন্টারফেস একদম গোছানো। কারণ, অ্যাপসটির বেশিরভাগ ব্যবহারকারী বৃদ্ধা টাইপের। এর অবশ্য কারণও রয়েছে। কারণগুলোর মধ্যে রয়েছে, সোনা নিয়ে ভাই সকল বয়সের মানুষ নাড়াচাড়া অন্তত করে না। সব মিলিয়ে অ্যাপসটির ডিজাইন এবং ইউজার ইন্টারফেস খুব ভালো। ব্যবহার করে হয়তো আপনারা হতাশ হবেন না।
GPB অ্যাপস এর রেটিং এবং এবং রিভিউ:
অ্যাপসটিকে প্লে স্টোর থেকে এ পর্যন্ত ডাউনলোড করা হয়েছে দশ হাজারের অধিক বার। আর সেই অনুযায়ী এই অ্যাপের রেটিং এবং রিভিউ খুব ভালো। যেমন: 4.6/5 রেটিং এবং হাতেগোনা কিছু রিভিউ নিয়ে বসে আছে অ্যাপসটি প্লে স্টোরে। আর প্রতিনিয়ত বাড়ছে এই অ্যাপের রেটিং এবং রিভিউ।

যেভাবে ডাউনলোড করবেন GPB অ্যাপস:
এই মুহূর্তে অ্যাপসটি কে ডাউনলোড করা যাবে শুধুমাত্র প্লে স্টোর থেকে.। তাই প্লে স্টোরে গিয়ে সার্চ করুন “Gold Price Bangladesh” লিখে অথবা সরাসরি এই লিংক থেকে ডাউনলোড করুন।
শেষ কথা:
সোনা অত্যন্ত মূল্যবান হওয়ার কারণে, এর দাম প্রতিদিন উঠানামা করে। যারা মূলত সোনার সাথে ওতপ্রোতভাবে জড়িত নন, তারা বেশিরভাগ সময়েই বিক্রি কিংবা ক্রয় করতে গিয়ে স্বর্ণকারের ফাঁদে পড়ে থাকেন। আর এ থেকে মুক্তির জন্য কিছু মানুষ আজকের সোনার দাম কত? এই প্রশ্ন ভিন্ন কোন সোনার সঙ্গে সম্পৃক্ততা আছে, এমন লোকের কাছে প্রশ্ন করেন। আপনি বিশ্বাস করুন কিংবা নাই করুন কোনো ব্যাপার না। তবে আজ থেকে এটা মাথায় রাখবেন যে, দ্বিতীয় ব্যক্তির কাছে যে আপনি প্রশ্ন করছেন এটা আরো একটা চরম বোকামি। কারণ, দ্বিতীয় ব্যক্তি হয়তো আপনার কাছ থেকে কিছু টাকা কম কিংবা বেশি বলে, নিয়ে নিবে আপনার কাঙ্খিত সোনা। তাই এত ঝামেলা কিংবা ফাঁদে পড়ার আশঙ্কা থেকে বাঁচতে, অবশ্যই ব্যবহার করুন আজকের শেয়ার করা মোবাইল অ্যাপস টি। তাহলে হয়তো আজকের সোনার দাম কত? এরকম প্রশ্ন অন্যের কাছে জিজ্ঞেস করা লাগবে না এবং সেই সাথে আপনার কাঙ্খিত সোনার সঠিক মূল্য পাবেন। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top