হাজারো স্বপ্ন নিয়ে একজন মা তার গর্ভে ধারণ করে একটি সন্তান। যে সন্তানের মুখের দিকে তাকিয়ে করতে পারেন সকল প্রকারের কাজ। হোক সেটা খুন কিংবা প্রতারণা। সন্তান ধারণে মায়ের ভূমিকা অপরিসীম। তবে সন্তান ধারনের পূর্বে মা,বাবা এবং পরিবারকে একটি বড় নিয়ম নীতিমালার মধ্যে থেকে যেতে হয়। কারণ, সন্তান ধারণের সময় একটি ভুল হতে পারে ওই সন্তানের আজীবনের কান্না। আর এক্ষেত্রে বাচ্চা নেওয়ার সঠিক পদ্ধতি জানা খুব জরুরী। আজ আমরা কথা বলব বাচ্চা নেওয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে। এই বিষয়টিতে সহযোগিতা করবে বরাবরের মতো একটি মোবাইল অ্যাপস। অ্যাপসটির নাম: বাচ্চা নেওয়ার আগে যা জানতে হবে। যদিও এটি একটি বাংলাদেশী মোবাইল অ্যাপ্লিকেশন। তাই নামটাও বেশ বড়সড়ো। যেহেতু নামটা বড়, তাই আমরা ছোট করে এটার নাম দিয়েছি “Momota/মমতা”
তাহলে চলুন! শুরু করা যাক মূল আর্টিকেল।
মমতা অ্যাপস কি?
এটি বাংলাদেশী থার্ড পার্টি একটি স্বাস্থ্য বিষয়ক মোবাইল অ্যাপ। যার মাধ্যমে একজন গর্ভবতী মা বাচ্চা নেওয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে জানতে পারেন। এছাড়াও গর্ভবতী হওয়ার পূর্বে কি করনীয় এবং কি বর্জনীয় তা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে এই অ্যাপের মধ্যে।
যেভাবে ব্যবহার করবেন মমতা অ্যাপস:
অ্যাপসটি ব্যবহার করা খুবই সিম্পল। প্রথমে প্লে স্টোর অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করে অ্যাপসটি। আর ওপেন করে আপনার প্রয়োজনীয় বিষয়বস্তু সিলেক্ট করুন এবং বাচ্চা নেওয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন।
মমতা অ্যাপস এর সুবিধা সমূহ:
এটি একটি স্পেসিফিক ক্যাটাগরির উপর তৈরি করা মোবাইল অ্যাপ। তাই সুবিধা সমূহের মধ্যে রয়েছে শুধুমাত্র বাচ্চা নেওয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানার সুবিধা। এছাড়া আহামরি আর কিছুই নেই।
মমতা অ্যাপস এর খারাপ দিক:
নেই।
মমতা অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
ডিজাইন খুবই সুন্দর। সাদা ব্যাকগ্রাউন্ড এর মাঝে কালো অক্ষরে সাজানো সকল আর্টিকেল। পাশাপাশি কালার কম্বিনেশনও বেশ ভালো। আর ইউজার ইন্টারফেস ও একদম গোছানো। প্রত্যেকটি আর্টিকেল ঠিকঠাক পজিশনেই রয়েছে। আশা করছি, অ্যাপসটি ব্যবহার করতে কেউ জটিলতায় পড়বেন না।
মমতা অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
অ্যাপসটি প্লে স্টোর থেকে ইতিমধ্যে ডাউনলোড হয়েছে দশ হাজারের অধিক বার। রেটিং এবং রিভিউ এর দিক দিয়ে এপসটি কোন অংশে পিছিয়ে থাকবে না। কারণ, প্লে স্টোরে তথ্যমতে এপসটি তে বর্তমান রেটিং রয়েছে 4.1/5 এবং রিভিউ আছে 40+ এর মত।
যেভাবে ডাউনলোড করবেন মমতা অ্যাপস:
সরাসরি অ্যাপস টি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক।
শেষ কথা:
মানুষের জীবনে একটা পর্যায়ে গিয়ে সন্তান ছাড়া অর্থহীন মনে হয়। বিজ্ঞানীরা বলছেন, বর্তমানে পরিবেশ দূষণ, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার মান পরিবর্তনসহ বেশ কিছু কারণে নিঃসন্তান দম্পতির সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে সকল মায়েদের বাচ্চা নেওয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা খুব জরুরি। তাই আপনি যদি আগামীদিনে জননী হওয়ার পথে হেঁটে থাকেন। তাহলে বাচ্চা নেওয়ার সঠিক পদ্ধতি আজই জেনেনিন “মমতা” অ্যাপস এর মাধ্যেমে। আর জন্ম দিন একটি সুস্থ সুন্দর সন্তান। ধন্যবাদ