ঘরে বসেই বের করুন দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম

দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম

আমাদের বিভিন্ন সময় জায়গার খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান বা জমির মালিকানা বের করার উপায় সম্বন্ধে ভূমি অফিসের শরণাপন্ন হতে হয়। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে, এখন থেকে ঘরে বসেই দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করতে পারবেন। যার ফলে আপনার বাঁচবে সময় এবং পড়তে হবে না কোন জালিয়াতি চক্রের সদস্যদের হাতে। আর এইসব কিছুই করতে পারবেন, বরাবরের মত একটি অ্যাপ এর সহযোগিতায়। অ্যাপসটির নাম: ekhatian.
ekhatian কি?
এটি বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ল্যান্ড সার্ভিস মোবাইল অ্যাপস। যেখানে বাংলাদেশের সকল নাগরিক ঘরে বসেই খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান বা
দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করতে পারেন। এই অ্যাপসটির মূল উদ্দেশ্য হলো: সেবা প্রার্থীদের তাৎক্ষনিক ভাবে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান কিংবা জমির মালিকানা বের করার উপায় সম্বন্ধে সহযোগিতা করা। পাশাপাশি খতিয়ান ও মৌজা মানচিত্র সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর প্রোভাইড করে এই অ্যাপস।

যেভাবে ব্যবহার করবেন ekhatian App:
• প্রথমে একটি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন এবং ওপেন করুন।
• এরপর খতিয়ান বা মৌজা মানচিত্র নির্বাচন করুন।
• এরপর জায়গার সমস্ত ইনফরমেশন দিয়ে “অনুসন্ধান” করুন।
ekhatian App এর সুবিধা বা বৈশিষ্ট্য:
• তাৎক্ষণিকভাবে দেশের যেকোনো নাগরিক খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করতে পারেন।
দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করতে পারেন।
• সরাসরি ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভিজিট করার সুবিধা।
মৌজা মানচিত্রের জন্য অনলাইনে আবেদন করতে পারেন।
• কান্খিত আবেদন ট্রাকিং করার সুবিধা।
ekhatian App এর খারাপ দিক:
নেই।
ekhatian App এর ডিজাইন বা ইউজার ইন্টারফেস:
অ্যাপসটির ডিজাইন যথেষ্ট পরিমাণ নিট এন্ড ক্লিন। সেই সাথে রয়েছে এডভার্টাইজিং মুক্ত মিনিমালিস্টিক ইউজার ইন্টারফেস। এছাড়াও কালার কম্বিনেশন চোখে লাগার মত। সব মিলিয়ে এই অ্যাপসটি ডিজাইন এবং ইউজার ইন্টারফেস এক কথায় অসাধারণ। 

ekhatian App এর রেটিং এবং রিভিউ:
বর্তমানে অ্যাপসটি পাওয়া যাবে শুধুমাত্র প্লে স্টোরে। সেই অনুসারে প্লে স্টোরে রয়েছে এই অ্যাপের 4.5/5 রেটিং এবং 1000 রিভিউসহ, ইতিমধ্যে অ্যাপসটিকে ডাউনলোড করা হয়েছে এক লাখেরও অধিক বার।
যেভাবে ডাউনলোড করবেন ekhatian App:
অ্যাপসটি যেহেতু পাওয়া যাবে শুধুমাত্র প্লে স্টোরে, তাই আপনারা প্লে স্টোর থেকে অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য সার্চ বাটনে সার্চ করুন “ekhatian” লিখে অথবা এই লিঙ্কে প্রবেশ করুন।

শেষ কথা:
জমির মালিকানা বের করার উপায় সম্বন্ধে হয়তো অনেকেই জানেন না। কিন্তু আজকে যে অ্যাপস টি আপনাদের মাঝে শেয়ার করেছি। যদি আপনি সেটি ব্যবহার করে থাকেন, তাহলে খুব সহজেই খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান কিংবা দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করতে পারবেন। তাই অবশ্যই ব্যবহার করুন আজকের শেয়ারকৃত মোবাইল অ্যাপস টি। আর নিজেই বের করুন দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম। পাশাপাশি ঘরে বসে জমির মালিকানা বের করার উপায় সম্বন্ধে সবাইকে বিস্তারিত জানান। এই পোষ্টের লিংক শেয়ার করে। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top