সোশ্যাল নেটওয়ার্কে কথা বলার সময় দ্বিতীয় ব্যক্তি কে মনের ভাব সঠিকভাবে প্রকাশ করার জন্য ইমোজি ব্যবহার হয়। কিন্তু বর্তমান সময়ে ইমোজির রয়েছে নানান রকমের ব্যাবহার। যেমন: মন্তব্য করার সময়, চ্যাটিং করার সময়, পোস্ট করার সময়, এমনি ইমোজি দিয়ে তৈরি হয় ছবি পর্যন্ত। যাই হোক! আজকের এই আর্টিকেলের মূল বিষয়বস্তু হচ্ছে: depressing sad emoji dp যেভাবে মোবাইল দিয়ে তৈরি করবেন। তবে এখানে একটু বলে রাখি যে, শুধু যে আপনারা
depressing sad emoji dp তৈরি করতে পারবেন তা কিন্তু নয়। depressing sad emoji dp এর পাশাপাশি তৈরি করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী যে কোন ইমোজি। আর এই সমস্ত কাজ যে অ্যাপের মাধ্যমে আপনারা করতে পারবেন, তার নাম হচ্ছে: Emoji Maker.
দেখেছেন! কাজের সঙ্গে অ্যাপসটির নাম ঠিক কতটা মিল।
Emoji Maker কি?
এটি একটি ইউনিক স্টিকার মেকিং মোবাইল অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে পার্সোনাল স্টিকার, ইমোজী এবং মিনি তৈরি করে সোশ্যাল নেটওয়ার্কে আপলোড করার সুবিধা। এছাড়াও অ্যাপ্লিকেশনটির রয়েছে নিজস্ব একটি কমিউনিটি। যেখানে তৈরিকৃত সবার স্টিকার, ইমোজি এবং মিমি শেয়ার করতে পারেন।
যেভাবে ব্যবহার করবেন Emoji Maker App:
• প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করুন এবং ওপেন করুন।
• এরপর (+) আইকনে ক্লিক করুন এবং পছন্দ অনুযায়ী একটি টেমপ্লেট সিলেক্ট করুন।
• এরপর ইচ্ছেমতো কাস্টমাইজ করুন এবং (✓) টিক বাটনে ক্লিক করুন।
• এর পর My Emoji বাটনে ক্লিক করুন এবং সব শেষ তৈরিকৃত ইমোজি গ্যালারিতে সেভ করুন অর্থাৎ depressing sad emoji dp কিন্তু একদম তৈরি। এবার আপনার নির্দিষ্ট সোশ্যাল নেটওয়ার্কের প্রোফাইলে ব্যবহার করুন।
Emoji Maker App এর সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:
ইমোজি মেকারের মাধ্যমে, আপনি নিজের অনন্য অ্যানিমেটেড স্টিকার এবং স্ট্যাটিক স্টিকার তৈরি করতে পারেন৷ তাদের মধ্যে উল্লেখযোগ্য: শিয়াল, শূকর, কুকুর, বিড়াল, মুরগি, বানর, পান্ডা সহ অ্যানিমেটেড ইমোটিকনের মতো স্টিকার তৈরি করার সুবিধা। একই সাথে তৈরিকৃত স্টিকার এবং ইমোজি গুলো দ্রুত সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করার অপশন রয়েছে। এছাড়াও ইমোজি মেকারের রয়েছে আলাদা কমিউনিটি। এটি ব্যবহার করে আপনার তৈরীকৃত স্টিকার, ইমোজি এবং অ্যানিমেটেড ইমোজি অন্যদের সাথে ভাগাভাগি করতে পারেন।
[ অ্যাপসটির স্পেসিফিক কোনো সুযোগ-সুবিধা বা বৈশিষ্ট্য নেই বললেই চলে। এটি কেবল মাত্র একটি স্টিকার এবং ইমোজি জেনারেটর অ্যাপ। তাই উপরে অ্যাপ এর সুবিধা নিয়ে বাড়তি কথা বলা হয়নি। ]
Emoji Maker App এর খারাপ দিক:
থার্ড পার্টি এডভার্টাইজিং এর দেখা মিলবে।
Emoji Maker App এর ডিজাইন বা ইউজার ইন্টারফেস:
এই অ্যাপ এর ডিজাইন খুবই মিনিমালিস্টিক। কালার গ্রেডিয়েন্ট এর ফলে অ্যাপসটি দেখতে আরো বেশ সুন্দর লাগে। এছাড়াও অ্যাপসটির ডিজাইন অনেক গোছানো বা নিট এন্ড ক্লিন। আই আশা করছি, অ্যাপসটি ব্যবহার করতে গিয়ে আপনারা জটিলতায় পড়বেন না।
Emoji Maker App এর রেটিং এবং রিভিউ:
বর্তমানে প্লে স্টোর থেকে 10 মিলিয়ন এর অধিক ডাউনলোড এবং 3.8/5 রেটিং সহ 57 হাজারের মতো রিভিউ রয়েছে।
যেভাবে ডাউনলোড করবেন Emoji Maker App:
গুগল প্লে স্টোরে গিয়ে Emoji Maker লিখে সার্চ করুন অথবা এই লিংক থেকে ডাউনলোড করুন।
[ থার্ড পার্টি এডভার্টাইজিং মুক্ত অবস্থায় অ্যাপস টি কে ব্যবহার করতে, গুগল থেকে প্রিমিয়াম ভার্সনটি ডাউনলোড করুন। ]
শেষ কথা:
শেয়ারকৃত অ্যাপস টি ধারা খুব সহজেই depressing sad emoji dp বা mood off sad dp emoji তৈরি করা সম্ভব। তাই আপনিও যদি depressing sad emoji dp সহ অন্যান্য ইমোজি তৈরি করতে চান। তাহলে অ্যাপস টি এখনি ডাউনলোড করুন এবং ব্যবহার করা শুরু করুন। ধন্যবাদ