বর্তমান সময়ের স্মার্টফোন ভিত্তিক আলোচিত গেম ফ্রি ফায়ার। আর এ গেম কে কেন্দ্র করে গড়ে উঠেছে, অনলাইনে ই-কমার্স সাইট এবং রাতারাতি সেলিব্রিটি বুনে যাচ্ছে লাখো মানুষ। 2013 সালের আমেরিকার জনপ্রিয় পত্রিকা The Atlantic এর একটি গবেষণায় উঠে এসেছে যে, পৃথিবীর সকল মানুষের মধ্য থেকে মাত্র 0.0086% শতাংশ মানুষ কাজের মাধ্যেমে প্রতিবছর সেলিব্রিটি হচ্ছে। একই সাথে BLC এর তথ্য অনুযায়ী, 100 জনের মধ্য থেকে মাত্র 25 জন মানুষ সাকসেসফুল বিজনেসমানে রূপান্তরিত হচ্ছে।
কিন্তু কথা হচ্ছে, বাকি মানুষ গুলো কেন সাকসেসফুল বিজনেসম্যান অথবা রাতারাতি সেলিব্রিটি বুনে যান না? এর অন্যতম দুটি কারণ হচ্ছে: সঠিক নাম পছন্দ না করা এবং তাৎক্ষণিক ভাবে সার্ভিস না দেয়া।
আজ এ আর্টিকেলের মাধ্যমে আমরা কথা বলবো, যেভাবে খুব সহজেই ফ্রী ফায়ার এর ডিজাইন নাম তৈরি করবেন। যা আপনাকে রাতারাতি সেলিব্রিটি বা মানুষের মাঝে আপনার ফ্রী ফায়ার অ্যাকাউন্ট এর নাম মনে রাখতে সহযোগিতা করবে। তবে এর পাশাপাশি আপনার গেম খেলার অভিজ্ঞতাও অন্যদের থেকে ব্যতিক্রম হওয়া আবশ্যক। মূল আর্টিকেলে যাওয়ার পূর্বে আপনাদের মাঝে আরো একটি তথ্য দিয়ে রাখি। আর সেটি হচ্ছে: অনলাইনে নাম নির্বাচন করার জনপ্রিয় প্ল্যাটফর্ম Brandbucket এর তথ্য মতে, মানুষ সর্বোচ্চ ৪ অক্ষরের বিজনেস নাম মনে রাখতে সব থেকে বেশি পারে। তাই বিজনেস অথবা ফ্রী ফায়ার নাম ডিজাইন করার পূর্বে, অবশ্যই ৪ অক্ষর এর নাম ব্যবহার করার চেষ্টা করুন।
এবার চলুন আমরা মূল আর্টিকেলে চলে যাই।
ফ্রী ফায়ার এর ডিজাইন নাম তৈরি করার পূর্বে আপনাদের জানিয়ে রাখা ভাল যে, আজকে ফ্রী ফায়ার এর ডিজাইন নাম তৈরিতে সহযোগিতা করবে একটি মোবাইল অ্যাপস। অ্যাপসটির নাম: Stylish Text.
Stylish Text কি?
এটি একটি স্মার্টফোন ভিত্তিক জনপ্রিয় কিবোর্ড। যার মাধ্যমে ব্যবহারকারী তাৎক্ষণিকভাবে স্টাইলিশ নাম জেনারেট করতে পারেন। এছাড়াও দৈনিন্দ জীবনে আমরা সাধারন যে কিবোর্ড ব্যবহার করে থাকি। তার থেকে ব্যতিক্রম কিছু ইমোজি রয়েছে। যা অ্যাপস টি কে অন্য সব কিবোর্ড এর থেকে ব্যতিক্রম করে তুলেছে। অ্যাপসটিতে বর্তমানে 120+ টেক্সট, 20 নাম্বার এবং 100+ সিম্বল রয়েছে।
যেভাবে ব্যবহার করবেন Stylish Text App:
আশা করছি! অ্যাপসটি ব্যবহার করতে গিয়ে আপনারা কোনো জটিলতায় পড়বেন না। কারণ, অ্যাপসটিতে কোন ধরনের অ্যাকাউন্ট এর প্রয়োজন নেই। শুধুমাত্র ডাউনলোড করে ব্যাবহার করলেই হবে।
Stylish Text App এর সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:
• ফোনে থাকা ডিফল্ট কিবোর্ড পরিবর্তন করে , Stylish Text Keyboard এর মাধ্যমে স্টাইলিশ টেক্সট সোশ্যাল মিডিয়াতে পোস্ট বা চ্যাটিং করার সময় ব্যবহার করার সুবিধা।
• চ্যাটিং করার সময় বারবার অ্যাপে প্রবেশ না করেই, ফেসবুক মেসেঞ্জার এর মত Bubble/Chat Head এর মাধ্যমে স্টাইলিশ টেক্সট ব্যবহার করার সুবিধা।
• ফ্রী ফায়ার এর ডিজাইন নাম তৈরিতে অ্যাপসটির ভিতরে রয়েছে অসংখ্য নাম্বার, অক্ষর এবং সিম্বল। দুর্ভাগ্যবশত শুধুমাত্র ফ্রী ফায়ার স্টাইলিশ নাম ইংরেজি ভাষায় তৈরি বা ব্যবহার করতে পারবেন। ফ্রী ফায়ার নাম ডিজাইন তৈরির পাশাপাশি facebook vip account stylish text জেনারেট করে ব্যবহার করতে পারার সুবিধা রয়েছে।
• যেকোনো টেক্সট কপি পেস্ট করে তাতে আপনার নিজের পছন্দ অনুযায়ী সাজাতে পারেন। উদাহরণস্বরূপ: facebook stylish bio text copy and paste করতে পারেন।
• ফেসবুক থেকে শুরু করে ফ্রী ফায়ার গেম সহ সকল গেমের বা সোশ্যাল নেটওয়ার্কের একাউন্টের জন্য Nickname তৈরীর সুবিধা।
• যে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তিগত সোশ্যাল নেটওয়ার্কের জন্য Stylish Bio তৈরীর সুবিধা। তার মধ্যে রয়েছে ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক। পাশাপাশি এই অ্যাপসটিতে রয়েছে আরও কিছু ফিচার। যা ব্যবহারের ফলে আশা করছি, ফ্রী ফায়ার এর ডিজাইন নাম তৈরিতে কোন সমস্যার সৃষ্টি হবে না।
Stylish Text App এর অসুবিধা:
• শুধুমাত্র 8.0 এবং তার উপরের এন্ড্রয়েড ভার্সন গুলোতে 120+ লেখার স্টাইল প্রদর্শন হবে।
• থার্ড পার্টি এ্যাডভার্টাইজিং এর দেখা পাবেন।
• সম্পূর্ণভাবে ফ্রিতে অ্যাপসটি ব্যবহার করা যাবে না। এর জন্য ব্যবহার করতে হবে তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন।
[ প্রিমিয়াম সকল সুবিধা পাওয়ার জন্য, গুগল থেকে অ্যাপসটির ক্রাক ভার্শন ডাউনলোড করে ব্যবহার করুন। ]
Stylish Text App এর ডিজাইন:
ডিজাইন মোটামুটি খারাপ না মিনিমালিস্টিক বলা চলে। জনপ্রিয় এই অ্যাপসটির ডেভলপার ইন্ডিয়ান। সেই হিসেবে ডিজাইনটি ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লেগেছে। পাশাপাশি অ্যাপসটিতে রয়েছে বেশ কয়েকটি থিম তারমধ্যে উল্ল্যেখযোগ্য: লাইট, ব্লু, ব্ল্যাক এবং ডার্ক। যা ব্যবহারকারীদের এপসটি ব্যাবহার করতে আরো উদ্ভুত করে।
Stylish Text App এর রেটিং এবং রিভিউ:
অ্যাপসটির ডাউনলোড, রেটিং কিংবা রিভিউ এর সংখ্যা অ্যাপস টি কে নিয়ে গেছে অন্য মাত্রায়। এইতো! যেমন ধরুন, প্লে স্টোরে 4.1/5 এবং অ্যাপ স্টোরে 4.6/5 রেটিং সহ প্লে স্টোর এবং অ্যাপ স্টোর মিলিয়ে আড়াই লাখের কাছাকাছি রিভিউ রয়েছে। আর ডাউনলোড সংখ্যা 10 মিলিয়নেরও বেশি।
যেভাবে Stylish Text App টি ডাউনলোড করবেন:
অ্যাপসটি ডাউনলোড করতে নিচের লিংক দুটি ভিজিট করুন।
প্লে স্টোর (অ্যান্ড্রয়েড)
অ্যাপ স্টোর (আইওএস)
আরো পড়ুন: গেমারদের প্রয়োজনীয় 5 টি মোবাইল অ্যাপ।
শেষ কথা:
আজকের এই আর্টিকেলে শেয়ারকৃত মোবাইল অ্যাপসটি ব্যবহার করে, ফ্রী ফায়ার স্টাইলিশ নাম ইংরেজি তে তৈরি করে সবার মাঝে নিজেকে ব্যতিক্রম ভাবে উপস্থাপন করুন। যা আপনাকে রাতারাতি সেলিব্রিটি বা আপনার একাউন্টের নাম মানুষের মনে রাখতে সহযোগিতা করবে। পাশাপাশি আবারো বলতে চাই, শুধু ফ্রী ফায়ার নাম ডিজাইন করলেই আপনি সেলিব্রেটি কিংবা সবার মাঝে গ্রহণযোগ্যতা পাবেন না। যদি আপনার না থাকে গেম খেলার ভালো অভিজ্ঞতা। ধন্যবাদ