আমাদের সমাজের অধিকাংশ মুসলিম মেয়েরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাদের ব্যক্তিগত ছবি আপলোড করতে নারাজ। এর অন্যতম একটি কারণ হচ্ছে: গোপনীয়তা। তবে একটি সোশ্যাল নেটওয়ার্কের একাউন্ট সম্পূর্ণরূপে পূর্ণ করার জন্য, প্রোফাইল পিকচারের জুড়ি নেই। এজন্য অনেক মুসলিম মেয়েরা সোশ্যাল নেটওয়ার্ক এর একাউন্টের জন্য “বোরকা পরা মেয়েদের ইসলামিক প্রোফাইল পিকচার” খুঁজে থাকেন।
কিন্তু HD ছবি খুঁজে না পাওয়ায় অনেকেই পড়েন ভোগান্তিতে। তাই এ সমস্যা রোধে আজ এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যেভাবে HD আকারে ডাউনলোড করবেন “বোরকা পরা মেয়েদের ইসলামিক প্রোফাইল পিকচার”
আর হ্যাঁ! বোরকা পরা মেয়েদের ইসলামিক প্রোফাইল পিকচার গুলো আপনারা ডাউনলোড করতে পারবেন, শুধুমাত্র একটি মোবাইল অ্যাপস ব্যবহার করে।
অ্যাপসটির নাম: Pexels
তাহলে চলুন আজকের মূল আর্টিকেলে শিফট হওয়া যাক…!
Pexels কী?
এটি একটি নন কপিরাইট ফটো এবং ভিডিও ডাউনলোডের ওয়েবসাইট। 2018 সালে প্ল্যাটফর্ম টি ওয়েবসাইট থেকে অ্যাপসে রূপান্তরিত হয়। যা পরবর্তী সময়ে কনটেন্ট ক্রিয়েটরদের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে ইন্টারনেটে যতগুলো নন কপিরাইট ফটো এবং ভিডিও ডাউনলোডের ওয়েবসাইট রয়েছে, তারমধ্যে Pexels অন্যতম। এছাড়াও আপনি চাইলে, আপনার ফোনের অথবা ক্যামেরা দিয়ে তোলা ছবি বা ভিডিও পাবলিশ করতে পারেন।
যেভাবে ব্যবহার করবেন Pexels অ্যাপসটি:
• প্রথমে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন Pexels অ্যাপস টি এবং ওপেন করুন।
• এরপর “প্রোফাইল” আইকনে ক্লিক করে জিমেইল একাউন্ট অথবা ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট করুন।
[ আপনার যদি শুধু উদ্দেশ্য থাকে ছবি অথবা ভিডিও ডাউনলোড করার, তাহলে একাউন্ট খোলার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, অ্যাকাউন্ট খুললে আপনি বেশ কিছু সুবিধা ভোগ করতে পারবেন। ]
Pexels এর সুবিধাসমুহ বা বৈশিষ্ট্য:
• 3 মিলিয়ন এর অধিক ফটো এবং ভিডিও ডাউনলোডের সুবিধা। যা আপনি আপনার ব্যক্তিগত অথবা ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
• স্মার্টফোনের জন্য 4k আকারে ওয়ালপেপার ডাউনলোডের সুবিধা।
• ট্রেন্ডিং এবং স্পেসিফিকভাবে ছবি অথবা ভিডিও খুঁজে পাওয়ার সুবিধা। উদাহরণস্বরূপ: আপনার যদি বোরকা পরা মেয়েদের ইসলামিক প্রোফাইল পিকচার ডাউনলোড করার প্রয়োজন পড়ে। তাহলে Muslim Girl With Borka/Hijab লিখে সার্চ করুন।
• ছবি অথবা ভিডিও ডাউনলোড করার সময়, কান্খিত ফটোগ্রাফারের/ভিডিওগ্রাফার এর প্রোফাইল ঘুরে দেখার সুবিধা রয়েছে। যার ফলে ওই কাঙ্খিত ফটোগ্রাফারের/ভিডিওগ্রাফার এর সকল কালেকশন গুলো দেখতে পাবেন।
• প্রত্যেকটি ভিডিও অথবা ছবিকে পছন্দের তালিকায় রাখার এবং কালেকশন তৈরি করার সুবিধা রয়েছে। এর ফলে পরবর্তী সময়ে আপনার পছন্দ করা ছবি বা ভিডিও গুলো খুব সহজেই ডাউনলোড করতে বা দেখতে পারবেন।
• নিজের ফোনে অথবা ক্যামেরায় ধারণ করা ছবি বা ভিডিও পাবলিশ এর সুবিধা। বিশেষ করে এই সুবিধাটি লুফে নিতে পারেন ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার রা। এছাড়াও অ্যাপসটি ব্যবহারের ফলে প্রত্যেকদিন নতুন ছবি বা ভিডিও খুঁজে পাওয়ার অ্যাডভান্টেজ রয়েছে।
Pexels এর খারাপ দিক:
কোন খারাপ দিক নেই।
Pexels অ্যাপস এর ডিজাইন:
ডিজাইন এক কথায় অসাধারণ। অ্যাপসটিতে মেইন কালার হিসেবে ব্যবহার করা হয়েছে সাদা। পাশাপাশি ছবি এবং ভিডিও কে সামঞ্জস্য রেখে যুক্ত করা হয়েছে প্রত্যেকটি বাটন। অ্যাপস টি তে কোন প্রকার বিরক্তিকর এডভার্টাইজিং এর দেখা মিলবে না। আর হ্যাঁ, এটি একটি রেস্পন্সিভ অ্যাপ হওয়ায় সকল স্মার্টফোন অথবা ট্যাবের স্কিন অনুযায়ী ব্যবহার করা যায়।
Pexels অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
অ্যাপসটির রেটিং এবং রিভিউ খুবই ভালো। যেমন; প্লে স্টোরে 4.6/5 এবং 26 হাজারের মতো রিভিউ রয়েছে। একই সাথে অ্যাপ স্টোরে 4.9/5 এবং 13 হাজারের অধিক রিভিউ রয়েছে।
আরো পড়ুন: আযানের সময় সূচি দেখার সহজ উপায়।
Pexels App Download:
জনপ্রিয় এই মোবাইল অ্যাপস টি ডাউনলোড করতে পারবেন, দুটি অপারেটিং সিস্টেমের জন্য।
যেমন: আইওএস এবং অ্যান্ড্রয়েড।
[ অ্যাপসটি ডাউনলোড করতে উপরোক্ত প্ল্যাটফর্মের নামের উপর ক্লিক করুন। ]
শেষ কথা:
Pexels অ্যাপসটি মূলত বেশিরভাগ কনটেন্ট ক্রিয়েটররা ব্যবহার করে থাকেন।
এই যেমন ধরুন! আমি এই প্ল্যাটফর্ম টি ব্যবহার করে আসছি ২০১৭ সাল থেকে। তাই ব্যক্তিগতভাবে আমার সাজেস্ট থাকবে, আপনি যদি একজন কনটেন্ট ক্রিকেটার হয়ে থাকেন বা স্পেসিফিকভাবে কোন ফটো বা ভিডিও কপিরাইট ছাড়া ডাউনলোড অথবা ব্যাবহার করতে চান। তাহলে অবশ্যই ব্যবহার করুন Pexels অ্যাপস টি।
ধন্যবাদ