দেশের অন্যতম রাইড শেয়ারিং প্রতিষ্ঠান | Obhai App Download

দেশের অন্যতম রাইড শেয়ারিং প্রতিষ্ঠান | Obhai App Download

আসসালামু আলাইকুম!
আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন, দেশের অন্যতম একটি রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের অ্যাপ সম্পর্কে।
অ্যাপসটির নাম: Obhai. এটি দেশীয় “রাইড শেয়ারিং অ্যাপ” যার মাধ্যমে আপনার দৈনিন্দ জীবনের পরিবহন সার্ভিস পূরণ করতে সক্ষম।
Obhai কি?
এটি একটি দেশীয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান। যার মাধ্যমে আপনার গন্তব্যে যাওয়ার জন্য গাড়ি, সিএনজি, অটোরিক্সা কিংবা বাইক সল্পমুল্যে ভাড়া করতে পারবেন। Obhai এর যাত্রা শুরু হয় ২০১৮ সালে। এর পরপরই দেশের রাজধানী ঢাকা সহ সর্বমোট ২৩ টি শহরে Obhai এর কার্যক্রম চলমান। এছাড়াও যথাসময়ে গ্রাহকদের পার্সেল ডেলিভারি করে, প্রতিষ্ঠানটি বেশ প্রশংসা কুড়িয়ে নিয়েছে ইতিমধ্যে।
যেভাবে ব্যবহার করবেন Obhai App:
• প্রথমে প্লে ষ্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন Obhai App.
•এরপর ওপেন করে লোকেশন অন করুন এবং ফোন নাম্বার দিন। পাশাপাশি ফোনে আসা ভেরিফিকেশন কোড সাবমিট করুন।
• এরপর নাম এবং লিঙ্গ সিলেক্ট করুন।
• এরপর পাসওয়ার্ড এবং ইমেইল এড্রেস সাবমিট করুন।
• সর্বশেষ রেফারেল কোড ব্যবহার করুন। এটি অপশনাল, আপনার কাছে থাকলে দিবেন আর না থাকলে কিছু দেওয়ার প্রয়োজন নেই।
Obhai App এর সুবিধাসমূহ:
• একটি রাইড পেতে সবচেয়ে সহজ উপায় এবং দৈনিন্দ যাতায়াতের জন্য নিরাপদ রাইড।
• অন্যান্য যানবাহন এর থেকে, ন্যায্য ভাড়া দিয়ে রাইড পাওয়ার সুবিধা। যা আপনার ভ্রমণ কে আরো কয়েকগুণ সুন্দর করে তুলে।
• নিজের ব্যক্তিগত রাইড বুক করার পর, তা বন্ধুবান্ধব এবং পরিবারের মাঝে শেয়ার করার সুবিধা।
• ক্যাশ এবং ডিজিটাল ওয়ালেট এর মাধ্যমে পেমেন্ট করার সুবিধা।
• প্রোমো কোড ব্যবহার করে রাইডিং এর টাকা কমানোর সুবিধা।
• পরিবার কিংবা বন্ধু-বান্ধবদের মাঝে Obhai App শেয়ার করে, পরবর্তী রাইডিং এর সময় ডিসকাউন্ট উপভোগ করার সুবিধা।
• হোয়াটসঅ্যাপের মাধ্যমে রাইড বুক করার সুবিধা। যা অন্যান্য রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের নেই বললেই চলে।
• দ্রুত সময়ে পার্সেল ডেলিভারির সুবিধা। এই সুবিধা উপভোগ করতে পারবে শুধুমাত্র Obhai এর আওতাভুক্ত শহরগুলো।
• পার্সেল ডেলিভারি ম্যান হয়ে টাকা উপার্জন করার সুবিধা সহ, Obhai এর রয়েছে আরো অনেক সুযোগ সুবিধা। 
Obhai App এর খারাপ দিক:
উল্লেখ্য ভাবে Obhai App এর খারাপ দিক চোখে পড়ার মতো না। কারণ, বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো রাইড শেয়ারিং প্রতিষ্ঠান রয়েছে। তাদের প্রায় সবারই একই খারাপ দিক রয়েছে।
যেমন: গন্তব্যে যেতে অধিক সময় লাগে, নিকটবর্তী জায়গায় আসতে সময় লাগে ইত্যাদি ইত্যাদি।





Obhai App এর ডিজাইন:
Obhai App এর ডিজাইন সাদামাটা। এতে ব্যবহার করা হয়েছে সাদা এবং কালো কালার। যেটা যে কোন বয়সের মানুষের চোখে বেশি সমস্যা করবে না বলে, আমি মনে করি। পাশাপাশি অ্যাপসটি অন্যান্য রাইড শেয়ারিং অ্যাপ এর তুলনায়, অনেকটাই হালকা এবং অ্যাড মুক্ত।
Obhai App রেটিং এবং রিভিউ:
অ্যাপটি রেটিং এবং রিভিউ অনেকটাই পজেটিভ। প্লে স্টোরে এর রেটিং রয়েছে 4.4/5 এবং রিভিউ রয়েছে প্রায় ২৮ হাজারের অধিক। এর পাশাপাশি অ্যাপ স্টোরে রেটিং রয়েছে 4.6/5 এবং রিভিউ রয়েছে ১৯০০+ এর মত।
Obhai App Download:
অ্যাপসটি আপনারা ডাউনলোড করতে পারবেন, প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে।
[ অ্যাপটি ডাউনলোড করতে উপরোক্ত প্ল্যাটফর্মের নামের উপর ক্লিক করুন। ]
শেষ কথা:
সময়ের সাথে পাল্লা দিয়ে প্রতিনিয়ত তৈরি হচ্ছে বিভিন্ন রাইড শেয়ারিং প্রতিষ্ঠান। তবে ন্যায্য মূল্যে অনেকেই পারছেন না, সাধারণ গ্রাহকদের সেবা প্রদান করতে। এজন্য সাধারণ মানুষ পরছেন নানান ভোগান্তিতে। এ ভোগান্তি অনেকটাই Obhai App দূর করেছেন বলে, সাধারণ মানুষ ইতিমধ্যে মতামত পোষণ করেছে। তাই আশা করছি, আপনারা অন্যান্য রাইড শেয়ারিং অ্যাপ এর পাশাপাশি Obhai App ও ব্যবহার করবেন।
ধন্যবাদ
নিচে Obhai সম্বন্ধে ছোট কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া হল:
প্রশ্ন: OBHAI customer care number?
উত্তর: 16633 or 09610056789.
প্রশ্ন: Obhai Driver Registration?
প্রশ্ন: Obhai Whatsapp Number?
উত্তর: +8801313-201222
প্রশ্ন: Obhai Promo Code?
উত্তর: Obhai App Download করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top