Best Social Media App 2021 | Snapchat

Best Social Media App 2021 | Snapchat

যুগের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত বাড়ছে সোশ্যাল নেটওয়ার্কের ব্যবহার। সোশ্যাল নেটওয়ার্কের কল্যাণে এখন মেসেজিং, ভিডিও কনভারসেশন, পণ্য কেনা থেকে শুরু করে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রেও, সোশ্যাল নেটওয়ার্ক অতুলনীয় ভূমিকা পালন করছে। বর্তমানে সারা পৃথিবীতে কয়েক হাজারেরও বেশি সোশ্যাল নেটওয়ার্ক মাধ্যম রয়েছে। তবে Statista এর ২০২১ সালের এক জরিপে সেরা ১০ সোশ্যাল নেটওয়ার্ক উঠে এসেছে। এর ভিতর রয়েছে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক, স্নাপচাট সহ আরো বেশ কয়েকটি সোশ্যাল নেটওয়ার্ক মাধ্যম।
ইদানিং আমাদের দেশে তথা বাংলাদেশেও ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এর পাশাপাশি স্ন্যাপচ্যাটেরও ব্যবহার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আজ আমি আপনাদের মাঝে কথা বলব, স্ন্যাপচ্যাট এর খুঁটিনাটি বিষয়বস্তু নিয়ে।
Snapchat কি?
এটি একটি আমেরিকান ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ। স্ন্যাপচ্যাটের পথচলা শুরু হয় ইভান স্পিজেল, ববি মার্ফি এবং র‍্যাগি ব্রাউন এর হাত ধরে। স্ন্যাপচ্যাটের জন্ম হয় আজ থেকে ১১ বছর আগে অর্থাৎ ২০১১ সালের সেপ্টেম্বর মাসে। বর্তমানে অ্যাপসটি পাওয়া যাবে অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে। এছাড়াও এই অ্যাপে রয়েছে রয়েছে ৩৭টি ভাষা সাপোর্টেড।
যেভাবে Snapchat ব্যাবহার করবেন:
• প্রথমে প্লে ষ্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে “Snapchat” অ্যাপটি ডাউনলোড করুন এবং ইন্সটল করুন।
• এরপর অ্যাপস টি ওপেন করে “Sign Up” বাটনে ক্লিক করুন এবং “Continue” বাটনে ক্লিক করে সকল ধরনের পারমিশন “Allow” করে দিন।
• এরপর আপনার অরজিনাল নাম দিয়ে “Sign Up & Accept” বাটনে ক্লিক করুন এবং জন্মতারিখ নির্বাচন করে “Continue” বাটনে ক্লিক করুন।
• এভাবে পর্যায়ক্রমে পাসওয়ার্ড, ইমেইল, ফোন নাম্বার দিন। আপনি চাইলে ফোন নাম্বার নাও দিতে পারেন।
[ অ্যাকাউন্ট খোলা শেষে অবশ্যই “Confirmation Mail” Confirmed করুন। ]
Snapchat ব্যবহারের সুবিধা বা বৈশিষ্ট্য:
• তাৎক্ষণিকভাবে যেকোনো মুহূর্তের ছবি কিংবা ভিডিও প্রকাশ করার সুবিধা। এছাড়াও ছবি কিংবা ভিডিও তে বিভিন্ন ফিল্টার যুক্ত করার সুবিধা রয়েছে।
• লাইভ মেসেজিং এর মাধ্যমে বন্ধু-বান্ধবদের সাথে যোগাযোগ রাখার সুবিধা। পাশাপাশি ভিডিও কলে কথা বলার সময়, একসঙ্গে ১৬ জন বন্ধু যুক্ত করা এবং বিভিন্ন লেন্স কিংবা ফিল্টার ব্যবহার করার সুযোগ রয়েছে।
 • ফেসবুকের মত স্টরি/মাই ডে দেখার সুবিধা এবং এটি আপনার পছন্দের উপর নির্ভর করে দেখারও সুবিধা রয়েছে।
 
• বর্তমান সময়ের নিউজ এবং এক্সক্লুসিব সব শো দেখার সুবিধা।
• Spotlight এর মাধ্যমে সেরা সব ভিডিও এবং ছবি দেখার সুবিধা। এর পাশাপাশি পছন্দ করা ভিডিও বা ছবি গুলো বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করারও সুবিধা রয়েছে।
• ‌ বন্ধুদের মাঝে নিজের অবস্থান শেয়ার করার সুবিধা এবং এছাড়াও বিশ্বের যে কোন জায়গার লাইভ স্ট্রিম গুলো দেখার সুবিধা। [ এই সুবিধাটি উপভোগ করার জন্য, অবশ্যই আপনার ফোনের লোকেশন অন রাখতে হবে। ] 
• প্রিয় মুহূর্ত গুলোর ছবি কিংবা ভিডিও সংরক্ষণের সুবিধা। পাশাপাশি এগুলো পরিবার কিংবা বন্ধু-বান্ধবের মাঝে শেয়ার করারও সুবিধা রয়েছে। এছাড়াও আপনি চাইলেই, স্টরি আকারেও পাবলিশ করতে পারেন।
• প্রত্যেকটি বন্ধু-বান্ধবদের প্রোফাইল ঘুরে দেখার সুবিধা। যার ফলে আপনি দেখতে পাবেন, কান্খিত বন্ধুটি আপনার ফ্রেন্ডলিস্টে কতদিন যাবৎ “বন্ধু” হিসেবে ছিলেন এবং প্রিয় সব মুহূর্তগুলো।
Snapchat এর খারাপ দিক:
Snapchat ব্যবহারকারীদের মাঝে, এখনো পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা চোখে পড়েনি। এর পাশাপাশি Snapchat ব্যবহারকারীদের ছবি, ভিডিও এবং মেসেজ End-To-End Encryption দ্বারা সুরক্ষিত।


Snapchat এর রেটিং এবং রিভিউ:
বর্তমানে প্লে স্টোরে Snapchat এর রেটিং রয়েছে 4.2/5 এবং পাশাপাশি রিভিউ রয়েছে ২৭ মিলিয়নেরও বেশি। একই সঙ্গে অ্যাপ স্টোরে রেটিং রয়েছে 3.6/5 এবং রিভিউ রয়েছে সাড়ে ৮ লাখেরও বেশি।
Snapchat যেভাবে ডাউনলোড করবেন:
অ্যাপসটি আপনারা ডাউনলোড করতে পারবেন গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে।
শেষ কথা:
Snapchat এর ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। একই সঙ্গে বাড়ছে সোশ্যাল অ্যাডিক্টেড হওয়ার প্রবণতাও, তবে এক্ষেত্রে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ১৮ বছরের নিচের বাচ্চারা। আর অ্যাডিক্টেড হওয়ার জের ধরেই রে প, খু ন সহ তৈরি হচ্ছে আরো অনেক অপকর্ম। তাই এক্ষেত্রে স্ন্যাপচ্যাটের কর্তৃপক্ষ পিতা-মাতাদের প্রতি, সচেতন হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
ধন্যবাদ সবাইকে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top