Zoom Cloud Meeting | জনপ্রিয় মিটিং অ্যাপ

Zoom Cloud Meeting | জনপ্রিয় মিটিং অ্যাপ

সারা বিশ্বে করোনাভাইরাসের প্রকোপে ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত এবং স্কুল কলেজের সকল কার্যক্রম চলছে এখন অনলাইনে। সঠিকভাবে কার্যক্রম পর্যালোচনা করার জন্য অনলাইনে রয়েছে বিভিন্ন মিটিং অ্যাপ। এর ভিতর রয়েছে Google Meet, Google Hangouts, Skype, GoToMeeting এবং Zoom সহ আরো বেশ কিছু অ্যাপ। তবে এই সকল অ্যাপের মধ্যে Zoom অন্যতম। আজ থেকে ৯ বছর আগে অর্থাৎ ২০১২ সালের সেপ্টেম্বর মাসের ১০ তারিখ, সর্বপ্রথম এরিক ইউয়ান এর হাত ধরে “Zoom” এর যাত্রা শুরু। এরপর ২০১৩ সালের জানুয়ারি মাসের ২৪ তারিখ প্লে স্টোরে পাবলিশ করে “Zoom App
এই অ্যাপের প্রথম অবস্থায় চাহিদা কম থাকলেও, বর্তমানে এটি একটি বহুল জনপ্রিয়  মিটিং অ্যাপ।
জুম অ্যাপ কি?
এটি একটি মালিকানাধীন ভিডিও টেলিকনফারেন্সিং অ্যাপ। যার মাধ্যমে ব্যবহারকারীরা একসঙ্গে ১০০ জন মিলে, ৪০ মিনিটের একটি ভিডিও কল সম্পুর্ণ করতে পারে। এছাড়াও এই অ্যাপে রয়েছে প্রিমিয়াম মেম্বারশীপের জন্য, আলাদভাবে সাবস্ক্রিপশন করার সুযোগ। এর ফলে ভিডিও কলের সময়সীমা, আনলিমিটেড স্টোরেজ, রেকর্ডিং, সোশ্যাল মিডিয়া স্ট্রিমিং এবং মেম্বার সহ আরো বেশ কিছু সুবিধা ভোগ করার সুযোগ পাবে। প্রিমিয়াম মেম্বারশীপ ক্রয় করার জন্য, বেশ কয়েকটি প্ল্যান রয়েছে এই অ্যাপসটিতে।
তাদের মধ্যে উল্লেখযোগ্য প্ল্যান গুলো হলো:
• PRO – $149.90 /year/license
• BUSINESS – $199.90 /year/license
• ENTERPRISE – $240 /year/license
Payment Method: PayPal, Visa Card, MasterCard, Discover And American Express.
জুম একাউন্ট খোলার নিয়ম:
• প্রথমে Zoom আপসটি প্লেস্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন।
• এরপর অ্যাপস টি ওপেন করে “Sing Up” বাটনে ট্যাপ করুন এবং Email, First Name, Last Name দেয়ার পর “I Agree” বাটনে ট্যাপ করুন।
• এরপর ইমেইল একাউন্ট কনফার্ম এর জন্য “Ok” বাটনে ট্যাপ করুন।
• এরপর জিমেইল একাউন্টে গিয়ে ইনবক্স চেক করুন এবং Zoom App থেকে আসা ইমেইলটি ওপেন করে “Active Account” এ ট্যাপ করুন।
• এরপর আলাদা একটি উইন্ডো চলে আসবে। যেখানে আপনার First Name, Last Name, Password এবং Confirm Password দিয়েContinue” বাটনে ট্যাপ করতে হবে।
• এরপর আবারো একটি উইন্ডো চলে আসবে এবং Skip This Step বাটনে ট্যাপ করুন।
• সর্বশেষে Go To My Account এর উপরে ট্যাপ করে, আপনার কাঙ্খিত ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ”Sing In” করুন।
জুম অ্যাপ যেভাবে ব্যবহার করবেন:
• সর্বপ্রথম অ্যাপের ভিতর ঢুকে “Join” এ ট্যাপ করুন।
• এরপর “Meeting” বক্সে কাঙ্খিত ব্যক্তিদের নাম কিংবা লিংক দিয়ে “Join meeting” এ ট্যাপ করুন।
জুম অ্যাপ এর সুবিধা/ বৈশিষ্ট্য:
• হাই রেজুলেশনে মিটিং করার সুবিধা।
• তাৎক্ষণিক ভাবে মোবাইল নাম্বার, ইমেইল এবং কোম্পানির নাম্বারে মিটিং করার সুবিধা।
• একসঙ্গে 100 জনের সাথে ভিডিও কিংবা অডিও কলে কথা বলার সুবিধা।
• মোবাইলের স্কিন যেকোনো ডিভাইসের সাথে ভাগ করে নেওয়ার সুবিধা।
• আনলিমিটেড মেসেজিং সুবিধা।
• তাৎক্ষণিকভাবে যে কোন ব্যক্তিকে মেসেজ, ফাইল, ছবি, লিংক এবং GIFs পাঠানোর সুবিধা।
• সরকারি/ ব্যক্তিগত চ্যানেল তৈরি এবং যোগদানের সুবিধা।
• কল করা এবং রিসিভ ম্যানেজ করার সুবিধা।
• “Driving Mode” ব্যবহার করা সহ, এই অ্যাপে রয়েছে আরও বেশকিছু ফিচার। যা আপনার দৈনন্দিন জীবনযাত্রা কে, আরও সহজ করে তুলবে।

জুম অ্যাপের বেশকিছু খারাপ দিক:
• ফ্রি ভার্সনে একটানা ৪০ মিনিটের বেশি মিটিং করা সম্ভব নয়।
• ফ্রি ভার্সনে ১০০ জনের বেশি সদস্য নিয়ে মিটিং করা সম্ভব নয়।
Zoom App এর Security ততটা ও উচ্চ মানের নয়, যতটা Google Meet এর রয়েছে।
• ফ্রি ভার্সনে Cloud Recoding এর সুবিধা নেই।
রেটিং: জনপ্রিয় এই অ্যাপসটির “রেটিং” প্রতিনিয়ত হু হু করে বাড়ছে। বর্তমানে প্লে স্টোরে 3.9★ এবং অ্যাপ স্টোরে 4.6★ রয়েছে।
ডাউনলোড: অ্যাপসটি আপনারা ডাউনলোড করতে পারবেন, প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে।
ধন্যবাদ সবাইকে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top