কিছু বছর আগে “টাকা” এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য। মানুষ ব্যবহার করতো চিঠি কিংবা ডাক যোগাযোগ মাধ্যম। কিন্তু ইন্টারনেটের কল্যানে আজ কয়েক সেকেন্ডের মধ্যেই, টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা সম্ভব হয়েছে।
বাংলাদেশের প্রেক্ষাপটে টাকা ট্রান্সফার করার জন্য, বেশ কয়েকটি অনলাইন মোবাইল ব্যাংকিং সার্ভিস রয়েছে। তাদের ভিতর উল্লেখযোগ্য: বিকাশ, রকেট, নগদ, শিওর ক্যাশ, টি-ক্যাশ, ইউক্যাশ, এম ক্যাশ এবং উপায় সহ আরো বেশ কয়েকটি মাধ্যম রয়েছে।
বর্তমানে গুগল প্লে স্টোরের ফিন্যান্স ক্যাটাগরিতে ১ নম্বরে অবস্থান করছে “উপায় অ্যাপ” এর পাশাপাশি টপ চার্টেও ফ্রী অ্যাপের মাঝে “উপায় অ্যাপ” এর অবস্থান ৫ নাম্বারে!
Upay/ উপায় কি?
UCB Fintech Company LTD -এর একটি Digital Financial Service Brand , যা দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান United Commercial Bank (UCB) এর একটি Subsidiary প্রতিষ্ঠান।
Upay/ উপায় অ্যাপ বৈশিষ্ট্য:
• তাত্ক্ষণিক নিবন্ধকরণের সুবিধা।
• ব্যাংক একাউন্ট, ডেবিট/ ক্রেডিট কার্ড থেকে অর্থ যোগ করার সুবিধা।
• যে কোনও ব্যাংক বা ডেবিট / ক্রেডিট কার্ডের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে তাত্ক্ষণিকভাবে অর্থ স্থানান্তর করার সুবিধা।
• যেকোনো মোবাইল অপারেটরে রিচার্জ করার সুবিধা।
• সকল অপারেটরের অফার দেখা ও সুবিধা ভোগ করার সুবিধা।
• বিদ্যুৎ, জল, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, ক্রেডিট কার্ড এবং অন্যান্য বিল পেমেন্ট করার সুবিধা।
• QR কোড স্ক্যান করে বা মোবাইল নম্বরের মাধ্যমে আপনার নিকটস্থ মুদি দোকান, ফার্মেসী, রেস্তোঁরা এবং দেশের জনপ্রিয় সব শপিং মলে অর্থ প্রদান করার সুবিধা।
• আপনি কেবলমাত্র আপনার নিবন্ধিত ডিভাইসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্সেস করতে পারেন। সুতরাং, অন্য কোনও ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে না পারায়, আপনার পিন হারিয়ে যাওয়ার বিষয়ে চিন্তা করার দরকার নেই।
• বাংলাদেশের জনপ্রিয় সব ই-কমার্স প্ল্যাটফর্ম তথা evaly, daraz, chaldal, Shohoz সহ গেমিং ব্র্যান্ডগুলিতে অনলাইনে দ্রুত পেমেন্ট করার সুবিধা।
• বাংলাদেশে এই প্রথমবারের মতো আপনার নিজের ওয়ালেট থাকবে এই অ্যাপে। যা আপনাকে বেতন, বিতরণ এবং রেমিট্যান্স সহ আপনার অর্থ কোথা থেকে আসছে তা খতিয়ে দেখার সুযোগ পাবেন। পাশাপাশি এই অ্যাপে নির্দিষ্ট Task পূরণ করতে পারলে, পুরষ্কার উপভোগ করারও সুযোগ রয়েছে।
• এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই বাস, লঞ্চ বা এয়ার টিকিট বুক করতে পারবেন। এছাড়াও, আপনি আপনার প্রিয় হোটেল কিংবা চলচ্চিত্রের টিকিট ঘরে বসেই ক্রয় করার সুযোগ পাবেন।
Upay / উপায় অ্যাপ এর খারাপ দিক:
উপায় অ্যাপের কর্তৃপক্ষের মতে, এখনো পর্যন্ত নেতিবাচক কোন বিষয় রাখা হয়নি।
রেটিং: প্লে স্টোরে এই অ্যাপসটির বর্তমান রেটিং 4.2/5
ডাউনলোড: অ্যাপসটি ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন “upay” লিখে অথবা এই লিংকে ক্লিক করুন।
ধন্যবাদ সবাইকে