বর্তমানে রুচিসম্মত কনটেন্ট দেখার জন্য অনেকেই বেছে নিয়েছেন OTT Platform অর্থাৎ Over The Top.
জনপ্রিয় সব ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে Netflix, Zee5, Hungama, Hotstar, Hoichoi এবং Binge সহ আরো অনেক। ইতিমধ্যে বাংলাদেশেও বেশ জনপ্রিয়তার তুঙ্গে উঠেছে “ওটিটি প্ল্যাটফর্ম”। দর্শকদের চাহিদা মেটাতে প্রতিটি ওটিটি প্ল্যাটফর্মের নির্মাতারাও কাজ যাচ্ছে দিন রাত। বাংলাদেশের বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে “Binge” অন্যতম। Binge এর জন্ম রিসেন্টলি হলেও, দর্শকদের কাছে এর চাহিদা রয়েছে ব্যাপক।
Binge কি?
Binge একটি অনলাইন Video Streaming Platform. যেখানে 150+ টিভি চ্যানেলসহ দেশি ও বিদেশী 3000+ Binge Original, নাটক, সিনেমা, ওয়েব সিরিজ, ও ডাবিংকৃত কন্টেন্ট দেখার সুযোগ। এ ছাড়াও আপনার নন স্মার্ট টিভি তে Device ব্যবহার করে, Binge এর সকল সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন।
Binge App এর বৈশিষ্ট্য:
• Binge অ্যাপের মধ্যে থ্রিলার থেকে শুরু করে রোমান্টিক, ফানি সহ সকল প্রকারের ওয়েব সিরিজ দেখার সুযোগ রয়েছে।
• 3000+ আকর্ষণীয় সব নিত্যনতুন Binge Original Content.
• নির্দিষ্ট কন্টেন্ট কে তালিকাভুক্ত করে “My List” এ রাখার সুবিধা অর্থাৎ Binge অ্যাপের মধ্যে রয়েছে “My List” নামক একটি অফশন। যেটা ব্যবহার করে সাধারণ একজন “Binge” ব্যবহারকারী, তার প্রিয় সব কন্টেন্ট এক জায়গায় জড়ো করে রাখতে পারবে।
• Binge অ্যাপে আপনি দেখতে পাবেন, প্রতিদিন কতটা সময় ব্যয় করছেন। আমার মতে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার। কারণ: ভিডিও এমনই একটি জিনিস যে, সাধারণ একজন মানুষকে রাতারাতি নেশাগ্রস্ত করে ফেলতে সক্ষম।
• Flexible Subscription এর সুবিধা অর্থাৎ আপনার লোকেশন অনুযায়ী পেমেন্ট করার সুবিধা ভোগ করতে পারবেন।
• আপনার বাচ্চাদের জন্য নির্দিষ্ট কনটেন্ট বাছাই করে রাখতে পারবেন। পাশপাশি এই অ্যাপের মধ্যে পাবেন “Parental Lock” যা ব্যাবহার করে Binge অ্যাপসটিকে খুব সহজেই লক করে রাখতে পারবেন।
• এই অ্যাপে পাবেন “Time Break” ফিচার, যা ব্যাবহার করে কন্টেন্ট দেখার সময় বিরতি নেওয়ার সুযোগ পাবেন।
• Binge অ্যাপে আপনি দেখতে পাবেন, দেশী/ বিদেশি 150+ Tv Channel.
Binge Device এর মূল্য:
নিয়মিত মূল্য: ৪৯৯৯৳
প্রচার মূল্য: ৩৯৯৯৳
টিভি সাবস্ক্রিপশন:
টিভি: ৩৯৯৳ (১মাস)
স্মার্টফোন সাবস্ক্রিপশন:
১ দিন: ৫৳ (Airtel & Robi)
৭ দিন: ২৫৳ (Airtel & Robi)
১ মাস: ৭৫৳ (Airtel & Robi)
১ দিন: ১০৳ (অন্যান্য অপারেটর)
৭ দিন: ৪০৳ (অন্যান্য অপারেটর)
১ মাস: ৯৯৳ (অন্যান্য অপারেটর)
আমার ব্যক্তিগত মতামত:
আমি মনে করি, বাংলাদেশের ভিতর যতগুলো ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে। তার ভিতর সবার থেকে এগিয়ে থাকবে “Binge” কারন হিসাবে আমি উল্লেখ করবো তাদের কিছু ভালো দিক।
উদাহরণস্বরূপ:
• Full HD Streaming
• No Buffering
• Easy Payment Method
• 150+ Tv Channel
• 247 Customer Care Service
রেটিং: Binge অ্যাপটির বর্তমান প্লেস্টোর রেটিং 3.8/5★ এবং অ্যাপ স্টোরে 4.2/5★
Binge App Download: অ্যাপটি ডাউনলোড করতে পারবেন Play Store অথবা App Store থেকে।
ধন্যবাদ সবাইকে