যেকোনো সোশ্যাল প্লাটফর্ম ব্যবহার করতে গেলে প্রোফাইল পিকচার ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, একটি প্রোফাইল পিকচার অনেক গুরুত্বপূর্ণ তথ্য বহন করে। কিন্তু সকলে এক ধরনের প্রোফাইল পিকচার ব্যবহার করতে করতে অভ্যস্ত অর্থাৎ ছবি তোলা এবং প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করা এ পর্যন্তই। এরপরে আর কেউ কোন কাজ করে না। কিন্তু আপনি জেনে খুশি হবেন যে, এখন থেকে আপনার নরমাল ছবিকে স্টাইলিশ প্রোফাইল পিকচারে রূপান্তরিত করবে এ আই বেসড একটি ওয়েবসাইট। বলছিলাম সময়ের জনপ্রিয় pfpmaker ওয়েবসাইট টুলের কথা। এই ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনার নরমাল ছবিকে কয়েক মুহূর্তের মধ্যেই স্টাইলিশ এবং ক্রিয়েটিভ প্রোফাইল পিকচারে রূপান্তরিত করবে। আজকে এই টুলটি নিয়ে আমরা আলোচনা করব। যেখানে কথা বলব এই টুলটি যেভাবে ব্যবহার করবেন এবং ব্যবহার করার শেষে যেভাবে তৈরিকৃত প্রোফাইল পিকচারটি ডাউনলোড করবেন। তাহলে চলুন আজকের মূল আর্টিকেল শুরু করি।
টুলটির কাজ কি?
সোজা বাংলায় বললে, একটি নরমাল ছবিকে স্টাইলিশ প্রোফাইল পিকচারে রূপান্তরিত করা এই টুলটির প্রথম কাজ। পাশাপাশি যে ছবিটি দিয়ে স্টাইলিশ প্রোফাইল পিকচার তৈরি করবেন সেই ছবিটি কাস্টমাইজেশন এর সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে ঝামেলা বিহীন ভাবে স্টাইলিশ প্রোফাইল পিকচার তৈরীর পরে ডাউনলোড করা। টুলটি বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হওয়ায় এর ইউজার ১০ মিলিয়নের অধিক এবং এখন পর্যন্ত এই টুলটি ব্যবহার করে স্টাইলিশ প্রোফাইল পিকচার তৈরি করা হয়েছে প্রায় ৫০০ মিলিয়নেরও বেশি।
যেভাবে টুল টি ব্যবহার করবেন:
- প্রথমে সরাসরি ওয়েব সাইটে প্রবেশ করুন।
- এরপর start now বাটনে ক্লিক করে যে ছবিটি দিয়ে স্টাইলিশ প্রোফাইল পিকচার তৈরি করতে চান সেই ছবিটি সিলেক্ট করুন। ( ছবি সিলেক্ট করার পর আপলোড হতে কিছুটা টাইম নিবে। )
- এরপর দেখতে পাবেন অটোমেটিকলি তৈরি হয়ে গিয়েছে যেকোনো সোশ্যাল নেটওয়ার্কে ব্যবহারযোগ্য স্টাইলিশ প্রোফাইল পিকচার।
- সর্বশেষ যে ডিজাইনটি আপনার পছন্দ হবে সেই ডিজাইনের উপরে ক্লিক করুন এবং ডাউনলোড বাটনে ক্লিক করে ছবিটি ফোন স্টোরেজে সংরক্ষণ করুন।
শেষ কথা:
এই ছিল আমাদের শেয়ার করা আজকের আর্টিকেল। আশা করছি, আপনার আর্টিকেলটি পছন্দ হয়েছে। বিশেষ করে যদি আপনি কোন সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকেন। কারণ, এখান থেকে যেরকম আউটপুট আপনি প্রোফাইল পিকচারে লক্ষ্য করতে পারবেন। তা অধিকাংশ সোশ্যাল নেটওয়ার্ক এর ইউজারদের প্রোফাইল পিকচারে আপনি দেখবেন না। ফলে অন্যের থেকে ব্যতিক্রম ভাবে আপনার প্রোফাইল পিকচারটি সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বিস্তার ঘটাবে। তাই স্টাইলিশ প্রোফাইল পিকচার তৈরি করতে এখনই ব্যবহার করুন আমাদের শেয়ার করা এ আই বেজড ওয়েবসাইটটি। আর নিজেকে সোশ্যাল নেটওয়ার্কে স্টাইলিশ এবং ক্রিয়েটিভ প্রোফাইল পিকচারের মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করুন। ধন্যবাদ