বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টেলি যোগাযোগ কোম্পানি গ্রামীণফোন। গ্রামীন সিম ব্যবহার করেন না এমন লোক খুঁজে পাওয়া দুস্কার। মাঝেমধ্যে গ্রামীন সিম ব্যবহার করতে গিয়ে অনেকেই জটিলতার মুখোমুখি হন। আর এ সমস্যার সমাধান দিতে তাদের রয়েছে নিজস্ব কাস্টমার কেয়ার। কিন্তু অনেকেই grameenphone customer care number জানেন না। যার ফলে কাঙ্খিত সমস্যাটি নিয়ে আরো বেশি ভোগান্তিতে পড়েন। তাই এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি grameenphone customer care number.
grameenphone customer care number:
01700100121 (নিজের জিপি নাম্বার থেকে এই নাম্বারে কল করুন।)
01711594594 (অন্যান্য নাম্বার থেকে এই নাম্বারে কল করুন।)
শেষ কথা:
উপরে যে নাম্বার দুটি আমরা grameenphone customer care number বলে দাবি করেছি। তা হয়তো অনেকের কাছেই গ্রহণ যোগ্যতা পাবে না। এটাই স্বাভাবিক। কারণ, অনেকেই মনে করেন 121 কিংবা 158 এটিই grameenphone customer care number. যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল জগতে রয়েছেন। কারণ, 121 প্রোডাক্ট এন্ড সার্ভিস রিলেটেড এবং 158 কমপ্লেই করার জন্য। কাজেই দ্রুত একজন কাস্টমার কেয়ার প্রতিনিধির সঙ্গে কথা বলতে উপরের নাম্বার দুটি ব্যবহার করুন। পাশাপাশি যদি অন্যান্য সার্ভিস এর সঙ্গে কাস্টমার কেয়ারের সঙ্গেও কথা বলতে চান তাহলে 158 নাম্বারে কল করুন। আর একদম যদি সরাসরি কাস্টমার কেয়ার প্রতিনিধির সঙ্গে কথা বলতে চান। তাহলে অবশ্যই উপরের নাম্বার দুটি ব্যবহার করুন। এই ছিল grameenphone customer care number নিয়ে আমাদের এবারের আর্টিকেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এরকম আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন। ধন্যবাদ