বিভিন্ন সময় আমাদের ফোনে এমবি না থাকার ফলে দরকারি ওয়েবসাইট এবং ফেসবুক ব্যাবহার করতে পারিনা। আর এই সমস্যার সমাধান হিসাবে ফেসবুক ২০১৯ সালের আগস্টের ১০ তারিখ সর্বপ্রথম Free Basics নামে প্লে স্টোরে একটি অ্যাপ পাবলিশ করে। যা তখন বেশ আলোচনার জন্ম দিয়েছিল। অ্যাপটির মূল কাজ ছিল: দরকারি ওয়েবসাইট এর পাশাপাশি ফ্রিতে ব্যবহারকারীদের ফেসবুক ব্যাবহার করতে দেয়া। আর আপনি জেনে অবাক হবেন যে, এই সার্ভিসটি এখনো পর্যন্ত চলমান রয়েছে। তাই আজ আমরা আপনাদের মাঝে Free Basics অর্থাৎ ফ্রি ফেসবুক ডাউনলোড করা এবং ব্যাবহার করার পুরো প্রসেস টি দেখাবো। তাহলে চলুন মূল আর্টিকেল শুরু করি।
যেভাবে ফ্রি ফেসবুক ব্যাবহার করবেন:
• প্রথমে এপসটি ওপেন করুন এবং ভাষা সিলেক্ট করুন।
• এরপর অ্যাড্রেস বারে যে ওয়েবসাইটে প্রবেশ করতে চান। তার নাম লিখে সার্চ করুন এবং ভিজিট করুন।
[ এই অ্যাপটি থেকে প্রতিদিন ১৫ এমবি এবং মাসে ১৫০ এমবি পর্যন্ত ব্যবহার করা যাবে। আর এই ফ্রি সার্ভিসটি নিতে হলে অবশ্যই আপনার একটি বাংলালিংক, গ্রামীন, রবি অথবা এয়ারটেল সিম থাকা চাই। ]
ব্রাউজার থেকে যেভাবে ফ্রি ফেসবুক ডাউনলোড করবেন:
• প্রথমে আপনার মোবাইল থেকে যে কোন একটি ব্রাউজার সিলেক্ট করুন এবং ওপেন করুন।
• এরপর সার্চ বারে গিয়ে সার্চ করুন Free Basics apk লিখে।
• এরপর যেকোনো একটি রেজাল্টের উপর ক্লিক করুন এবং Free Basics অ্যাপসটি ডাউনলোড সম্পূর্ণ করুন। [ Free Basics app download করার জন্য APKPure, apk4fun, softpedia, Aptoide এর মত ওয়েবসাইট ব্যবহার করার চেষ্টা করুন। ]
প্লে স্টোর থেকে যেভাবে ফ্রি ফেসবুক ডাউনলোড করবেন:
•প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপস টি ওপেন করুন।
• এরপর সার্চ বারে সার্চ করুন Free Basics লিখে।
• এরপর Free Basics অ্যাপসটির ডাউনলোড এর পেজ আসলে Install বাটনে ক্লিক করে Free Basics download সম্পূর্ণ করুন। সরাসরি প্লে স্টোর থেকে Free Basics ডাউনলোড করতে এই লিংক ভিজিট করুন।
শেষ কথা:
এই ছিল আপনাদের জন্য ফ্রি ফেসবুক ডাউনলোড করা এবং ব্যবহারের নিয়ম নিয়ে ছোট্ট একটি আর্টিকেল। আশা করছি, আর্টিকেলটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে। পরবর্তী সময়ে এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটের সঙ্গে থাকুন। ধন্যবাদ