হাদিস একটি আরবি শব্দ। যা আক্ষরিক অর্থে নবী করিম (সঃ) এর নবুয়াতী জীবনের সকল কথা, কাজ, বাণী এবং অনুমোদনকে হাদীস বলা হয়ে থাকে। ইসলামে হাদিসের ভূমিকা অপরিসীম। হাদিসের মাধ্যমে ইহকাল এবং পরকালের সকল বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। যার ফলে একজন মুসলিম ব্যক্তির জীবন দ্বারা অনেকাংশে মসৃণ এবং সুমধুর হয়ে থাকে। যদি সে নিয়মিত হাদিস পড়ার পাশাপাশি হাদিসে উল্লেখিত সকল নিয়ম নীতিমালা মেনে চলেন। তাই এবারের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। যেভাবে পড়বেন একসঙ্গে ৪৯ হাজারের বেশি হাদিস। এত বড় এই কাজটি করতে পারবেন ক্ষুদে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে। অ্যাপসটির নাম: Al Hadith .
Al Hadith অ্যাপস কি?
এটি একটি রিলিজিয়াস লার্নিং মোবাইল অ্যাপস। যা বাংলাদেশের বহুল ব্যবহৃত রিলিজিয়াস লার্নিং অ্যাপের মধ্যে অন্যতম। সেই সাথে অ্যাপসটি ডেভলপ করেছেন বাংলাদেশের অন্যতম মোবাইল অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান Digital Apps BD. জনপ্রিয় এই অ্যাপের প্রধান কাজ একসঙ্গে বিভিন্ন “হাদিস” এর বই থেকে সংগ্রহ করা ছোট ছোট হাদিস তুলে ধরা। ছোট হাদিসগুলোর মধ্যে রয়েছে যেমন: ধৈর্য নিয়ে হাদিস, অহংকার নিয়ে হাদিস, মৃত্যু নিয়ে হাদিস, বরাত সম্পর্কে হাদিস ও লাইলাতুল কদর সম্পর্কে হাদিস ইত্যাদি। অ্যাপসটি এই মুহূর্তে দুটি প্লাটফর্ম তথা অ্যাপ স্টোর এবং প্লে স্টোর থেকে ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারেন। (ডাউনলোড লিংক নিচে)
আরো জানুন: একসাথে জানুন সকল নামাজের নিয়ম কানুন।
যেভাবে ব্যবহার করবেন Al Hadith অ্যাপস:
অ্যাপসটি ব্যবহার করতে স্পেসিফিক কোন রিকোয়ারমেন্ট এর প্রয়োজন নেই। শুধু প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং ব্যবহার শুরু করুন। পাশাপাশি আপনারা চাইলে, জিমেইল একাউন্ট সংযুক্ত করতে পারেন এই অ্যাপের সঙ্গে। জিমেইল একাউন্ট সংযুক্ত করার ফলে নির্দিষ্ট হাদিসগুলো বুকমার্ক করে রাখতে পারবেন। অন্যথায় বুকমার্ক করা সম্ভব নয়।
Al Hadith অ্যাপস এর সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:
• ছোট-বড় মিলিয়ে ৪৯ হাজারের বেশি হাদিস রয়েছে। হাদিসগুলোর মধ্যে উল্লেখযোগ্য: ধৈর্য নিয়ে হাদিস, অহংকার নিয়ে হাদিস, মৃত্যু নিয়ে হাদিস, বরাত সম্পর্কে হাদিস ও লাইলাতুল কদর সম্পর্কে হাদিস ইত্যাদি।
(সহীহ, হাসান, দায়েফ ইত্যাদি)
• যে কোন হাদিস দ্রুত পাবার ক্ষেত্রে রয়েছে সার্চ বাটন।
• লেখার সাইজ এডজাস্টেবল করার সুবিধা রয়েছে।
• যে কোন হাদিস সরাসরি কপি, বুকমার্ক এবং ইমেজ শেয়ার এর সুবিধা রয়েছে।
• থার্ড পার্টি এডভার্টাইজিং মুক্ত।
• নাইড মুড রয়েছে।
Al Hadith অ্যাপস এর খারাপ দিক:
নেই
Al Hadith অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
অ্যাপের ইন্টেরিয়র ডিজাইন খুবই সুন্দর। অন্যান্য রিলিজিয়াস লার্নিং অ্যাপ এর মতই সাজানো হয়েছে প্রত্যেকটি সেগমেন্ট এবং হাদিস। পাশাপাশি ফন্ট, কালার কম্বিনেশন, ব্যাকগ্রাউন্ড এবং আইকন গুলো ছিল মিনিমাল। এছাড়াও অ্যাপ এর ইউজার ইন্টারফেস বেশ সহজ। অ্যাপসটি ওপেন করা মাত্রই চোখের সামনে ভেসে উঠবে সকল হাদিস, বুকমার্ক এবং রিসেন্ট পড়া হাদিস গুলো।
আরো জানুন: নিয়ে নিন সকল প্রয়োজনীয় দোয়া সমূহ।
Al Hadith অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
প্লে স্টোর:
রেটিং: 4.8/5★
রিভিউ: 62K+
অ্যাপ স্টোর:
রেটিং: 4.8/5★
রিভিউ: 250+
যেভাবে ডাউনলোড করবেন Al Hadith অ্যাপস:
প্লে স্টোর (অ্যান্ড্রয়েড)
অ্যাপ স্টোর (আইওএস)
শেষ কথা:
আমাদের ভিতরে লক্ষ্য করলে দেখা যায় যে, হাদিস সাধারণ মানুষ পড়ে না বললেই চলে। একমাত্র মোয়াজ্জেম, ইমাম, খতিব ও মাওলানা ছাড়া। তাই সঠিকভাবে ইসলামের কোন হাদিস জানার জন্য অবশ্যই আমাদের মাওলানা কিংবা মসজিদের ইমামের শরণাপন্ন হতে হয়। আবার মাঝে মধ্যে দেখা যায়, কোন গোপন বিষয়বস্তু জানার জন্য তাদের সামনে আমরা মুখ খুলতে পারি না। যেটা একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। তাই প্রতিটি হাদিস সম্পর্কে বিস্তারিত জানতে বা পড়তে, ব্যবহার করুন আজকের শেয়ারকৃত মোবাইল অ্যাপসটি। আর নিয়ে নিন অহংকার নিয়ে হাদিস, বিড়াল নিয়ে হাদিস কিংবা মৃত্যু নিয়ে হাদিস সহ এরকম ছোট-বড় দৈনন্দ জীবনের সঙ্গে লেগে থাকা হাজারো হাদিস। ধন্যবাদ