আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি, মহান আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। শুরু করতে যাচ্ছি, যেভাবে আপনারা ঘরে বসেই জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd আকারে চেক করতে পারবেন। বর্তমান সময়ে রয়েছে বিভিন্ন আনঅফিসিয়াল জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps.তার মধ্যে থেকেই আজ আমরা আপনাদের মাঝে একটি অ্যাপস শেয়ার করতে চলেছি। অ্যাপসটির নাম: জন্ম মৃত্যু যাচাই ও নিবন্ধন। অ্যাপসটির নাম যেহেতু বড় তাই আমরা এই আর্টিকেলে BDVAR বলে অ্যাপসটি কে ডাকব।
BDVAR কি?
এটি জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps. যার সাহায্যে জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd অর্থাৎ জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই, নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন, জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা এবং জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড pdf পাবার সুবিধা। এছাড়াও মৃত্যু নিবন্ধন সহ মৃত্যু তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারেন সাধারণ নাগরিক।
যেভাবে ব্যবহার করবেন BDVAR অ্যাপ:
অ্যাপস টি ব্যাবহার করা খুবই সহজ। শুধুমাত্র অ্যাপস টি প্লে স্টোর অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করুন এবং ফোনে চাওয়া সকল পারমিশন এলাও করে অ্যাপস টি ব্যাবহার করুন।
BDVAR অ্যাপ এর বৈশিষ্ট্য বা সুবিধাসমূহ:
• জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd অর্থাৎ
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই এর সুবিধা।
• জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড এর সুবিধা।
• নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন এবং
জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা, জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা দেখার সুবিধা।
• নতুন মৃত্যু নিবন্ধন, মৃত্যু নিবন্ধন তথ্য অনুসন্ধান, মৃত্যু তথ্য সংশোধনের জন্য আবেদন এবং আবেদনের সর্বশেষ আপডেট দেখার সুবিধা।
আরো জানুন: নিয়ে নিন সকল সরকারি ওয়েবসাইট এর লিংক।
BDVAR অ্যাপ এর খারাপ দিক:
শুধুমাত্র third-party এডভার্টাইজিং রয়েছে। তবে অনেকেই মনে করতে পারেন। এটি যেহেতু একটি আনঅফিসিয়াল মোবাইল অ্যাপস। তাই হয়তো সাধারণ নাগরিকের তথ্য ফাঁস হতে পারে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে, এই অ্যাপসটির শুধুমাত্র কাজ হচ্ছে: অ্যাপস থেকে সরাসরি কাঙ্খিত অফিশিয়াল ওয়েবসাইটে রিডিরেক্ট করা। তাই তথ্য ফাঁস হওয়ার কোন প্রকারের সুযোগ নেই।
BDVAR অ্যাপ এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
অ্যাপসটির ডিজাইন এবং ইউজার ইন্টারফেস নিয়ে বেশি কিছু এখানে বলার নেই। কারণ, bdris ওয়েবসাইট এর আদলে অ্যাপসটি তৈরি হয়েছে। তবে প্রাথমিকভাবে আপনি যদি অ্যাপস টিতে প্রবেশ করেন। তাহলে আপনার কোনভাবেই মনে হবেনা এটি কোন third-party অ্যাপ। এছাড়াও ডিজাইন চোখে লাগার মত এবং ইউজার ইন্টারফেস বেশ সহজ। সব মিলিয়ে অ্যাপসটির ডিজাইন এবং ইউজার ইন্টারফেস খুবই ভালো বলা চলে।
BDVAR অ্যাপ এর রেটিং এবং রিভিউ:
অ্যাপস টি বর্তমানে শুধুমাত্র প্লে স্টোর থেকে ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারেন। তাই প্লে স্টোরে তথ্য নিচে দেওয়া হল:
রেটিং: 4.2/5
রিভিউ: 1k+
ডাউনলোড সংখ্যা: 100k+
আরো জানুন: সকল সরকারি সেবা এখান থেকে নিন।
যেভাবে ডাউনলোড করবেন BDVAR অ্যাপ:
প্লে স্টোর (অ্যান্ড্রয়েড)
অ্যাপস টি ডাউনলোড করতে উপরের “প্লে স্টোর” লেখাতে ক্লিক করুন।
শেষ কথা:
জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd অর্থাৎ
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য bdris ওয়েবসাইট বেস্ট। তবে আপনি এই ওয়েবসাইটে গিয়ে সকল লিংক খুঁজে পেতে একটু হলেও জটিলতার শিকার হবেন। তাই আমার মতে জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps গুলো খুবই ভালো। কারণ, এরা অফিশিয়াল ওয়েবসাইট এর সকল লিংক গুলো এক জায়গায় জড়ো করে থাকে। তাই সঠিক লিংক খুঁজতে বেশি একটা সময় লাগে না সাধারন নাগরিকদের। সোজা কথা বললে, এই third-party অ্যাপ গুলো একটি এজেন্সি হয়ে কাজ করে থাকে। কিন্তু মূল কাজ অফিশিয়াল আদলেই করা হয়। ধন্যবাদ