আপনি হয়তো জীবনে একবার হলেও এলাকার কম্পিউটারের দোকানে গিয়ে কোভিড ১৯ টিকা নিবন্ধন ফরম, বয়স্ক ভাতা আবেদন ফরম বা নতুন ভোটার নিবন্ধন ফরম পিডিএফ ফাইল পূরণ করেছেন। রাইট? ওর আই অ্যাম রাইট। যাইহোক! আচ্ছা! কেমন হয়, যদি আপনি ঘরে বসেই কোভিড ১৯ টিকা নিবন্ধন ফরম, উপবৃত্তির জন্য আবেদন ফরম pdf 2022 কিংবা বয়স্ক ভাতা আবেদন ফরম নিজেই পূরণ করতে পারেন? উত্তরে হয়তো আপনি বলবেন, খুব ভালো হয়। কিন্তু কিভাবে সম্ভব? জি অবশ্যই সম্ভব। যদি আপনার হাতে থাকে আজকের শেয়ারকৃত মোবাইল অ্যাপস টি। তাহলে চলুন অ্যাপসটি সম্বন্ধে প্রথমে জেনে নেওয়া যাক। অ্যাপস টির নাম: সরকারি ফরম।
সরকারি ফরম অ্যাপসটি কি?
এটি একটি টুলস রিলেটেড মোবাইল অ্যাপস। অ্যাপস টি ধারা ব্যবহারকারীরা কোভিড ১৯ টিকা নিবন্ধন ফরম, বয়স্ক ভাতা আবেদন ফরম বা নতুন ভোটার নিবন্ধন ফরম পিডিএফ ফাইল পূরণ করতে পারেন। অ্যাপসটি তে রয়েছে সরকারি প্রয়োজনীয় সকল আবেদন ফরম এর পিডিএফ ফাইল। যা খুব সহজেই ডাউনলোড, পূরণ, শেয়ার এবং প্রিন্ট করা সম্ভব।
যেভাবে ব্যবহার করবেন সরকারি ফরম অ্যাপসটি:
• প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করুন এবং ওপেন করুন। (এই অ্যাপসটি শুধুমাত্র এন্ড্রয়েড ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন অর্থাৎ এই অ্যাপসটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা রয়েছে। আশা করা যাচ্ছে, আগামীতে আইওএস ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত হবে।)
• এরপর ক্যাটাগরি থেকে কাঙ্খিত ফরমটি নির্বাচন করুন এবং ডাউনলোড বাটনে ক্লিক করে ফরমটি করুন।
[ ডাউনলোড এর পূর্বে অবশ্যই অ্যাপসে দেওয়া ইনস্ট্রাকশন মেনে চলুন। ]
সরকারি ফরম অ্যাপস এর ভালো দিক বা বৈশিষ্ট্য:
• দ্রুত সময়ের ব্যবধানে বাংলাদেশের সকল সরকারি ফরম ডাউনলোড এর সুবিধা। এর ভেতরে রয়েছে কোভিড ১৯ টিকা নিবন্ধন ফরম, উপবৃত্তির জন্য আবেদন ফরম pdf 2022, বয়স্ক ভাতা আবেদন ফরম সহ অন্যান্য ফরম।
• ফরম খোঁজার জন্য এতে রয়েছে সার্চ এর সুবিধা। মনে করুন! আপনার প্রয়োজন কোভিড ১৯ টিকা নিবন্ধন ফরম, উপবৃত্তির জন্য আবেদন ফরম pdf 2022 বা বয়স্ক ভাতা আবেদন ফরম। এ ক্ষেত্রে শুধুমাত্র ফরমের নাম উল্লেখ করলেই, আপনার সামনে ভেসে উঠবে কাঙ্খিত ফরম।
• ডাউনলোডকৃত ফরম গুলো ইন্টারনেট ছাড়া অর্থাৎ অফলাইনে ভিউ করার সুবিধা।
আরো জানুন: দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করুন।
• ভাষা পরিবর্তন এবং ক্যাটাগরি ভেদে ফরম খোঁজার সুবিধা।
সরকারি ফরম অ্যাপস এর খারাপ দিক:
থার্ড পার্টি এডভার্টাইজিং রয়েছে।
সরকারি ফরম অ্যাপস এর ডিজাইন:
ইউজার ইন্টারফেস গোছানো এবং ব্যবহার করা বেশ সহজ। পাশাপাশি কালার কম্বিনেশন ও সমঝোতা পূর্ণ। সেই সাথে মিনিমালিস্টিক ডিজাইন আরো মন কেড়েছে সাধারণ ব্যবহারকারীদের। সব মিলিয়ে ডিজাইন মনমুগ্ধকর অর্থাৎ আপনি অ্যাপস টি ব্যবহার করতে গিয়ে জটিলতার মুখোমুখি হবেন না।
সরকারি ফরম অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
প্লে স্টোরে তথ্যমতে অ্যাপসটি সর্বমোট দাম হয়েছে 1 লাখের অধিক। সেই সাথে 4.4/5 রেটিং সহ রিভিউ রয়েছে প্রায় 700 এর মত।
যেভাবে ডাউনলোড করবেন সরকারি ফরম অ্যাপস:
প্লে স্টোর (অ্যান্ড্রয়েড)
আরো জানুন: সহজে দেখুন সকল পরিক্ষার রেজাল্ট।
[ রেজাল্ট প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করতে সার্চ বাটনে গিয়ে লিখুন: সরকারি ফরম অথবা এই লিঙ্কে প্রবেশ করুন। ]
শেষ কথা:
কোন কিছুর জন্য অফিশিয়ালি আবেদন করার জন্য অবশ্যই ফরম এর গুরুত্ব অপরিসীম। আর এটা যদি হয় সরকারি কোনো আবেদন, তাহলে অবশ্যই আপনার পূরণ করতে হবে কাঙ্খিত ফরম। তাই অবশ্যই ব্যবহার করুন আজকের শেয়ারকৃত মোবাইল অ্যাপস টি। যদি আপনি কোভিড ১৯ টিকা নিবন্ধন ফরম, উপবৃত্তির জন্য আবেদন ফরম pdf 2022, বয়স্ক ভাতা আবেদন ফরম কিংবা নতুন ভোটার নিবন্ধন ফরম পিডিএফ ফাইল পূরণ করতে চান। কারণ, শেয়ারকৃত মোবাইল অ্যাপস টি তে রয়েছে সরকারি সকল আবেদন ফরম। যা আপনি ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে। ধন্যবাদ