বাংলালিংক ইন্টারনেট অফার | my bl app download

বাংলালিংক ইন্টারনেট অফার | my bl app download

ইন্টারনেট!
আমাদের জীবনের সাথে অন্তরঙ্গ ভাবে জড়িত। ইন্টারনেট ছাড়া যেন আমাদের জীবন চলেই না। বর্তমানে মানুষ বিভিন্নভাবে ইন্টারনেট ব্যবহার করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ওয়াই ফাই-হটস্পট, ‌ ডায়াল-আপ, ডিএসএল, আই এস ডি এন, স্যাটেলাইট এবং সেলুলার নেটওয়ার্ক বা মোবাইল নেটওয়ার্ক অর্থাৎ মুঠোফোনে যে ইন্টারনেট আমরা টাকা দিয়ে কিনে ব্যাবহার করি। আপনি জেনে অবাক হবেন যে, সারা পৃথিবীর প্রায় ৬৩% মানুষ তাদের স্মার্টফোনে সেলুলার নেটওয়ার্ক ব্যাবহার করে। এজন্য সাধারণ একজন ইন্টারনেট ইউজার তার মোবাইল অপারেটরদের কাছ থেকে দিন, সাপ্তাহিক বা মাসিক ইন্টারনেট প্যাক ক্রয় করে থাকে।
ইন্টারনেট ক্রয় করার সময় প্রত্যেক ইউজার চায়, তার পছন্দের প্যাকটি স্বল্পমূল্যে কিনতে।
তাই মোবাইল অপারেটররা এই সুযোগটিকে কাজে লাগিয়ে, তারা তাদের অ্যাপসের মাধ্যমে ইউজারকে নির্দিষ্ট প্যাক ক্রয় করতে বলে। আর এর ব্যতিক্রম আমাদের দেশের মোবাইল অপারেটররা ও নন। বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো মোবাইল অপারেটর রয়েছে, তাদের প্রায় সবারই অফিশিয়াল অ্যাপ রয়েছে। আজ এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন, বাংলালিংক এর অফিশিয়াল অ্যাপ অর্থাৎ My BL App সম্বন্ধে।
My BL App কি?
এটি বাংলালিংকের অফিশিয়াল স্মার্টফোন ভিত্তিক মোবাইল অ্যাপ। যার মাধ্যমে ব্যবহারকারী ব্যালেন্স বকেয়া, মিনিট/ ইন্টারনেট ইউজ, সাম্প্রতিক অফারসহ সকল ধরনের সুযোগ সুবিধা উপভোগ পারে।
যেভাবে ব্যবহার করবেন My BL App:
• প্রথমে প্লে ষ্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন My BL App.
• এরপর ওপেন করে Login বাটনে ক্লিক করুন এবং আপনার ফোন নাম্বার দিন।
• সর্বশেষ ফোনে আসা ভেরিফিকেশন কোড দিয়ে Verify বাটনে ক্লিক করুন এবং এপসটি ব্যাবহার করুন।

My BL App এর সুবিধা সমূহ:
• প্রতিনিয়ত মিনিট, ইন্টারনেট এবং বান্ডেল প্যাকের উপর সর্বোচ্চ ৩০% পর্যন্ত ছাড় পাওয়ার সুবিধা।
• বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়-স্বজনের মাঝে My BL App রেফার করে ১জিবি জিতে নেওয়ার সুবিধা।
My BL App এর মধ্য থেকে নির্দিষ্ট রিচার্জে থাকছে ইনস্ট্যান্ট ক্যাশ জেতার সুবিধা।
• বাংলালিংকের সকল ধরনের USSD কোড দেখার সুবিধা।
• সিমে FNF চালু থাকা অবস্থায় ম্যানেজ করার সুবিধা অর্থাৎ বন্ধ কিংবা চেঞ্জ করা সম্ভব।
• রিচার্জের উপর ভিত্তি করে pts পাওয়া কয়েন খরচ করার সুবিধা।
• প্রতিদিন My BL App Login করে ২৫এমবি জিতে নেওয়ার সুবিধা।
• ইন্টারনেট ছাড়া My BL App ব্যবহার করার সুবিধা।
• প্রথমবার My BL App ব্যবহার করে ৫০০ এমবি জিতে নেওয়ার সুযোগসহ রয়েছে আরো অনেক সুযোগ সুবিধা।
My BL App খারাপ দিক:
সাধারণ ইউজারদের মতে, অ্যাপ এর পারফর্মেন্স অনেক খারাপ। বিশেষ করে Loading সমস্যাটা বেশ বড়সড়। তবে এ ধরনের কোনো সমস্যাই আমার চোখে ধরা পড়েনি। ব্যক্তিগতভাবে আমার পরামর্শ থাকবে, Loading সমস্যা দেখা দিলে সবার প্রথমে প্লে স্টোরে গিয়ে চেক করুন যে, My BL App এর আপডেট আসছে কিনা। আসলে সাথে সাথে দিন। এই আপডেট গুলোর মাধ্যমে Major Bug fix, UI এবং Performance ঠিক করা হয়ে থাকে।
My BL App এর ডিজাইন:
অ্যাপ এর ডিজাইন খুবই মিনিমালিস্টিক। আর এতে ব্যবহার করা হয়েছে কমলা এবং কালো কালার। যা দেখতে অনেকটাই গর্জিয়াস। এ কারণে যেকোনো মানুষের কাছে বেশ পছন্দের হবে বলে আমি মনে করি। পাশাপাশি অন্য মোবাইল অপারেটরদের অ্যাপস এর থেকে বেশ ইউজার ফ্রেন্ডলিও বটে।
My BL App এর রেটিং এবং রিভিউ:
অ্যাপসটি বর্তমানে দুটি প্লাটফর্মে পাওয়া যাচ্ছে এবং তাদের রেটিং আর রিভিউ বেশ ভালো বলা চলে। যেমন প্লে স্টোরে রেটিং রয়েছে 4.1/5 এবং ১ লাখেরও বেশি রিভিউ আছে। একই সাথে অ্যাপ স্টোরে রেটিং 3.0/5 এবং রিভিউ আছে প্রায় ২৫০ এর কাছাকাছি। 
My BL App download:
অ্যাপস টি ডাউনলোড করা যাবে দুইটি আলাদা আলাদা প্লাটফর্ম থেকে যেমন: প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে।
[ অ্যাপটি ডাউনলোড করতে উপরোক্ত প্ল্যাটফর্মের নামের উপর ক্লিক করুন। ]
শেষ কথা:
ব্যক্তিগতভাবে আমি মনে করি, My BL App খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। যদি আপনি একজন বাংলালিংক গ্রাহক হয়ে থাকেন। কারণ, এই অ্যাপস ব্যবহার করে লোকাল রিচার্জের থেকে অনেক অংশে কম টাকায় আপনার নির্দিষ্ট প্যাক ক্রয় করতে পারবেন। তাই অনুরোধ থাকবে, আপনি যদি একজন বাংলালিংক গ্রাহক হয়ে থাকেন। তাহলে অবশ্যই ব্যবহার করুন My BL App.
ধন্যবাদ
[ ১জিবি ফ্রি বোনাস পেতে এই 75CB7253 কোডটি ব্যবহার করুন। ]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top