দারাজ থেকে প্রোডাক্ট কেনার আগে জানুন! | Daraz Online Shopping BD

দারাজ থেকে প্রোডাক্ট কেনার আগে জানুন! | Daraz Online Shopping BD

একটা সময় ছিল যখন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করার জন্য, নির্দিষ্ট বাজার কিংবা দোকানে যেতে হতো। কিন্তু সময়ের বিবর্তনে আজ, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখন ঘরে বসেই কেনাকাটা করতে পারছে সাধারণ মানুষ। এর পিছনে সব থেকে বড় ভূমিকা পালন করেছে “ইন্টারনেট” 
ইন্টারনেটের বদৌলতে এখন, পৃথিবীর যেকোন প্রান্ত থেকে কান্খিত প্রোডাক্ট ক্রয় কিংবা করা সম্ভব। আর এই সব কিছুর সঙ্গেই “ই কমার্স” নামটির সম্পৃক্ততা রয়েছে। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে জনপ্রিয় বেশ কয়েকটি “ই-কমার্স” প্রতিষ্ঠানের মধ্যে দারাজ অনলাইন শপিং অন্যতম।






Daraz bd কি?
Daraz মূলত দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একটি মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠান এবং ই-কমার্স/ অনলাইন মার্কেটপ্লেস। দারাজ অনলাইন শপিং সর্বপ্রথম পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়। এর পরপরই বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, এবং নেপালে তাদের পরিষেবা প্রদান করে। বর্তমানে দারাজের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে রয়েছেন বুজার্কি মিক্কিলেসেন। ২০১৮ সালে চীনের আলিবাবা গ্রুপের কাছে ই-কমার্স কোম্পানি “দারাজ” গ্রুপকে রকেট ইন্টারনেট বিক্রি করে দেয়।
Daraz Online Shopping যেভাবে ব্যাবহার করবেন:
• প্রথমে অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে Daraz Online Shopping এপসটি ডাওনলোড করুন এবং ওপেন করুন।
• এর পর “Sign Up” বাটনে ক্লিক করে যাবতীয় তথ্য দিন এবং ফোনে আসা ভেরিফিকেশন কোড দিয়ে “Next” বাটনে ক্লিক করুন।
[ একাউন্ট খোলার সময় অবশ্যই Daraz Online Shopping এর নিয়ম-নীতিমালা এর জায়গায় টিক (✓) মার্ক প্রদান করুন। ]
Daraz Online Shopping এর সুবিধা সমূহ:
• অনুমোদিত ব্র্যান্ড থেকে ১০০% খাঁটি পর্নো পাওয়ার সুবিধা। (Daraz Mall)
• ঘরের নিত্যপ্রয়োজনীয় মুদির সকল মালামাল ক্রয় করা সহ একই দিনে ডেলিভারি পাওয়ার সুযোগ। (Daraz dMart)
• প্রতিদিন ছোট ছোট টাস্ক সম্পূর্ণ করে, কয়েন অর্জন এবং তা থেকে প্রোডাক্ট সংগ্রহ করার সুবিধা। (Daraz dcoins)
• তাজা এবং বাছাইকৃত জৈব প্রোডাক্ট কেনার সুবিধা। যেমন: ফল কিংবা সবজি। (Daraz dfresh)
• বাংলাদেশে বসেই আন্তর্জাতিক প্রডাক্ট সংগ্রহ করার সুবিধা। (Daraz Global Collection)
• কোন প্রকার ডাউন পেমেন্ট ছাড়াই 0% সমান মাসিক কিস্তিতে (EMI) প্ল্যান পাওয়ার সুবিধা। (Daraz EMI)
• ঘরে বসেই জ্বালানি কিংবা মোবাইল রিচার্জ মত ডিজিটাল পেমেন্ট করার সুবিধা। (Daraz Top-up And e-store)
• নতুন ব্যবহারকারীদের জন্য প্রথম অর্ডারে Shipping Cost Free. এটা শুধুমাত্র ব্যবহার করতে পারবে, নতুন অ্যাপ ব্যবহারকারীরা। এছাড়াও থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা, যা ব্যবহার করে ঘরে বসেই অনলাইন শপিং করতে আপনাকে আকৃষ্ট করবে।
Daraz Online Shopping এর খারাপ দিক:
সত্যি কথা বলতে, ব্যক্তিগতভাবে আমি কখনো Daraz Online Shopping এর কাছ থেকে নিরাশ হইনি। তবে হ্যাঁ, অনেকেরই আবার আমার বিষয়ের সঙ্গে দ্বিমত রয়েছে। আর এটাই স্বাভাবিক। বিভিন্ন রিভিউ ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং প্লে স্টোর ঘেঁটে দেখলে জানা যায় যে, দারাজ এর কাছ থেকে অনেকেই প্রতারণার শিকার হয়েছেন।
যেমন:
• প্রডাক্ট ভাঙ্গা।
• ডুবলিকেট প্রোডাক্ট।
• সেলার এর ব্যবহার খারাপ।
• ডেলিভারি স্লো।
• জামা কাপড়ের নির্দিষ্ট সাইজ ঠিক নেই অর্থাৎ অর্ডার (L) দিলে XXL দেয়।
[ এই সমস্যাগুলো দূর করতে অবশ্যই Daraz Mall থেকে আপনার নির্দিষ্ট প্রোডাক্টটি অর্ডার করুন। আশাকরি, উপরের সমস্যা গুলোর সম্মুখীন আপনি আর কখনো হবেন না। ]
Daraz Online Shopping এর ডিজাইন:
Daraz অ্যাপের ডিজাইন খুবই মিনিমালিস্টিক এবং হিজিবিজি। যা অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠানের অ্যাপসের থেকে অনেকটা আলাদা। তবে আরও একটু স্বচ্ছ হলে, বিষয়টি আমার কাছে ভালো লাগতো। আবার অনেকের কাছেই ডিজাইন টি খুবই ভালো লেগেছে।
Daraz App এর রেটিং এবং রিভিউ:
বর্তমানে Daraz অ্যাপের রয়েছে সব থেকে বেশি রেটিং এবং রিভিউ। যা বাংলাদেশের অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্ম এর চেয়ে কয়েকগুণ বেশি। প্লে স্টোরে Daraz App এর রেটিং রয়েছে 4.5/5 এবং রিভিউ রয়েছে প্রায় সাড়ে সাত লাখেরও বেশি। এর পাশাপাশি অ্যাপ স্টোরে রেটিং রয়েছে 4.5/5 এবং রিভিউ রয়েছে প্রায় 34 হাজার।
Daraz App Download:
অ্যাপসটি আপনারা এন্ড্রয়েডের জন্য ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর থেকে এবং আইফোনের জন্য অ্যাপ স্টোর থেকে।
শেষ কথা:
দারাজ! বাংলাদেশের প্রেক্ষাপটে একমাত্র অনলাইন শপিং প্লাটফর্ম যেখানে আপনি ঘরে বসেই লাখ-লাখ পণ্য ক্রয় করতে পারবেন। পাশাপাশি রিটেইলার হিসেবেও আপনার নিজস্ব প্রোডাক্ট বিক্রি করতে পারার, এক অপূর্ব সুযোগ প্রধান করছে দারাজ। এছাড়াও প্রতি বছরের নভেম্বর মাসের 11 তারিখ, দারাজ উদযাপন করে দেশের সবথেকে বড় ই-কামার্স ফেস্টিভাল অর্থাৎ 11.11/১১.১১ উৎসব।
“দারাজ” সম্পর্কে নিচে বেশ কিছু ছোট প্রশ্ন এবং উত্তর দেওয়া হল:
প্রশ্ন: দারাজ থেকে কি ফ্রি ডেলিভারি সম্ভব?
উত্তর: জি! এর জন্য আপনাকে “Daraz App” অবশ্যই ব্যাবহার করতে হবে এবং Free Shipping ক্যাটাগরিতে প্রবেশ করতে হবে।
প্রশ্ন: দারাজ এর শোরুম কোথায়?
উত্তর: দারাজের ব্যক্তিগতভাবে কোন শোরুম নেই। তবে তাদের নিজস্ব পিকাপ পয়েন্ট রয়েছে। যেখান থেকে আপনি কোনো প্রকার Shipping Fee ছাড়াই প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন।
প্রশ্ন: দারাজ কি অরজিনাল প্রোডাক্ট দেয়?
উত্তর: হ্যাঁ! তবে এর জন্য আপনাকে অবশ্যই “Daraz Mall” থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে হবে।
প্রশ্ন: দারাজের প্রোডাক্ট খারাপ হয় কেন?
উত্তর: এর জন্য সবার আগে আমাদের এটা জানতে হবে যে, দারাজ শুধুমাত্র প্রডাক্ট বিক্রয় এবং ক্রয় করার মাধ্যম। যেখানে হাজারো বিক্রেতা বসে আছে তাদের প্রোডাক্ট বিক্রয় করার জন্য এবং আমরা ক্রেতা হিসেবে সেই প্রোডাক্ট গুলো সংগ্রহ করে থাকি। এখন যদি আমরা কোন বিক্রেতার কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করি, তাহলে বেশিরভাগ সময়ই প্রোডাক্ট খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রশ্ন: দারাজের প্রোডাক্ট কি দেখে কেনা উচিত?
উত্তর: দারাজ থেকে প্রত্যেকবার প্রোডাক্ট সংগ্রহ করার আগে, যে বিষয়গুলো মাথায় রাখা উচিত। যেমন: টপ রিভিউ, রিভিউ, রেটিং, দারাজ সার্টিফাইড, টপ ব্র্যান্ড এবং টপ সেলারদের কাছ থেকে সবসময় প্রোডাক্ট সংগ্রহ করা উচিত।
ধন্যবাদ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top