নেটফ্লিক্স!
নামটির সাথে আমার মনে হয় আপনি/আমি কিংবা আমরা সবাই খুব পরিচিত। কারণ, বর্তমানে পৃথিবীর সবথেকে বড় Ott Platform / ওটিটি প্ল্যাটফর্ম এই “নেটফ্লিক্স” এছাড়াও যারা জানেন না নেটফ্লিক্স কি? তারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কের কল্যাণে একটু হলেও জানতে পেরেছেন যে, নেটফ্লিক্স ব্যবহার করে মুভি থেকে শুরু করে যেকোনো ধরনের টিভি এপিসোড দেখা সম্ভব।
নেটফ্লিক্স কি?
এটি একটি মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠান, যেটি ১৯৯৭ সালের আগস্ট মাসের ২৯ তারিখ, রিড হ্যাস্টিংস এবং মার্ক রেন্ডোল্ফ দ্বারা, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের স্কটস ভ্যালি শহরে প্রতিষ্ঠিত হয়। নেটফ্লিক্স সাধারণ মানুষের কাছে প্রথমদিকে জনপ্রিয়তা লাভ করতে না পারলেও, এখন বেশ আলোচিত। বর্তমানে সারা পৃথিবীতে যতগুলো ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, তার ভেতর প্রথম স্থান দখল করে বসে রয়েছে নেটফ্লিক্স। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, ২০১৯ সাল পর্যন্ত নেটফ্লিক্সের সর্ব মোট সম্পত্তি প্রায় $৩৩.৯৭৫ বিলিয়নেরও বেশি।
নেটফ্লিক্স এর কাজ কি?
নেটফ্লিক্স একটি স্ট্রিমিং পরিষেবা প্রতিষ্ঠান। যা হাজার হাজার ইন্টারনেট-সংযুক্ত ডিভাইসে পুরস্কারপ্রাপ্ত টিভি শো, সিনেমা, অ্যানিমেশন, ডকুমেন্টারি এবং আরও অনেক কিছু স্বল্পমূল্যে সাধারণ জনগণের মাঝে প্রদান করে থাকে।
নেটফ্লিক্স এর বৈশিষ্ট্য বা সুবিধা:
• বিশাল ক্যাটালগ থেকে সীমাহীন সংখ্যক চলচ্চিত্র, ওয়েব সিরিজ এবং টিভি এপিসোড দেখার সুবিধা।
• নির্দিষ্ট দেশকে কেন্দ্র করে চলচ্চিত্র, ওয়েব সিরিজ এবং টিভি এপিসোড খুঁজে বের করার সুবিধা।
• একটি একাউন্টের আওতায় সর্বোচ্চ পাঁচটি প্রোফাইল তৈরি করার সুবিধা। এর ফলে বাড়তি অ্যাকাউন্ট না তৈরি করে, এক একাউন্ট একসাথে বন্ধু-বান্ধব এবং পরিবারের যে কোন ব্যক্তি ব্যাবহার করতে পারেন।
• বাচ্চাদের জন্য আলাদা ভাবে ভিডিও দেখা এবং খোঁজার সুবিধা। যার ফলে ১৮+ ভিডিও সামনে না আসার সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যায়।
• নেটফ্লিক্স অরজিনাল এবং অন্যান্য ভিডিওগুলো পূর্বরূপ আকারে দেখতে পাওয়ার সুবিধা। পাশাপাশি নতুন মুভি, ওয়েব সিরিজ এবং এপিসোড আসার আগে নোটিফিকেশন পাওয়ার সুবিধা। এছাড়াও নেটফ্লিক্সে থাকছে আরো অনেক সুযোগ সুবিধা, যা ব্যবহার করে স্বল্প খরচে বিনোদন নেয়া সম্ভব।
নেটফ্লিক্স এর খারাপ দিক:
• সকল দেশের জন্য নেটফ্লিক্স উন্মুক্ত নয়। শুধুমাত্র বাছাই করা নির্দিষ্ট কিছু দেশের মানুষ ব্যবহার করতে পারবে নেটফ্লিক্স।
• নিম্নমানের ইন্টারনেট স্পিড দিয়ে নেটফ্লিক্স স্ট্রিমিং করা বেশ কঠিন। মনে রাখবেন আপনার ইন্টারনেটের স্পিড এর উপর ভিত্তি করে, ভিডিও স্ট্রিমিং এর মান নির্ধারণ করে নেটফ্লিক্স।
• অন্যান্য ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম এর চেয়ে অধিক ডাটা খরচ হয়।
উদাহরণস্বরূপ:
(Low) Basic Video Quality – 0.3GB
(Medium) Standard Video Quality – 0.7GB
(SD) Standard Definition – 1GB
(HD) High Definition – 3GB
(4K) Ultra High Definition – 7GB
[ নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী উপরোক্ত ডাটা খরচগুলো, মাত্র এক ঘন্টা স্ট্রিমিং করার ফলে ব্যবহারকারীর খরচ হতে পারে। ]
আরো পড়ুন: ১০৳ টাকায় ঘরে বসে যেভাবে ডাক্তার দেখবেন!
• নেটফ্লিক্স ব্যবহার করতে হলে, অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে সর্বনিম্ন 5.0 কিংবা এর বেশি ভার্সনের প্রয়োজন হবে।
নেটফ্লিক্স যেভাবে ব্যবহার করবেন:
• প্রথমে নেটফ্লিক্স অ্যাপসটি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং ওপেন করুন।
• এরপর “Join Free for a Month” বাটনে ক্লিক করুন এবং নির্দিষ্ট প্লান নির্বাচন করে “Continue” বাটনে ক্লিক করুন।
• এরপর Email এবং Password দিয়ে Payment Method নির্বাচন করুন।
• এরপর Payment Information দিয়ে “Start your membership” বাটনে ক্লিক করুন।
নেটফ্লিক্স প্লান এবং সাবস্ক্রিপশন ফী:
• মোবাইল – $3.99 (মাসিক)
• বেসিক – $7.99 (মাসিক)
• স্ট্যান্ডার্ড – $9.99 (মাসিক)
• প্রিমিয়াম – $11.99 (মাসিক)
নেটফ্লিক্স পেমেন্ট মেথড:
নেটফ্লিক্স থেকে যেকোনো প্লান কিনতে ব্যাবহার করতে পারেন কেডিট কিংবা ডেবিট কার্ড। এছাড়াও ব্যবহার করা পেপাল, তবে এক্ষেত্রে নির্দিষ্ট দেশগুলোতে পেপাল Available থাকতে হবে।
নেটফ্লিক্স পেমেন্ট মেথড: (বাংলাদেশ)
বাংলাদেশ থেকে নেটফ্লিক্স এর নির্দিষ্ট প্লান কিনতে পারেন, কেডিট কিংবা ডেবিট কার্ড ব্যাবহার করে।
নেটফ্লিক্স এর রেটিং এবং রিভিউ:
বর্তমানে প্লে স্টোরে নেটফ্লিক্স এর রেটিং রয়েছে 4.3/5 এবং রিভিউ রয়েছে প্রায় ১১ মিলিয়নেরও বেশি। পাশাপাশি অ্যাপ ষ্টোরে রেটিং রয়েছে 3.8/5 এবং রিভিউ রয়েছে প্রায় আড়াই লাখেরও বেশি।
নেটফ্লিক্স ডাউনলোড:
আপনারা নেটফ্লিক্স অফিশিয়াল অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর অথবা অ্যাপ ষ্টোর থেকে।
আরো পড়ুন: গেমারদের সোশ্যাল নেটওয়ার্ক সম্মন্দে জানুন!
শেষ কথা:
নেটফ্লিক্স দিন দিন জনপ্রিয়তার শীর্ষে উঠে যাচ্ছে। এর কারণ হচ্ছে: মহামারী করোনাভাইরাস এবং স্বল্পমূল্যে ব্যবহারকারীদের চাহিদা পূরন করার জন্য। মহামারী করোনা ভাইরাস আসার পর, নেটফ্লিক্সের নতুন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৬ মিলিয়নেরও বেশি। পাশাপশি স্বল্পমূল্যে তাদের প্লান গুলো এবং আকর্ষণীয় সব চলচ্চিত্র, ওয়েব সিরিজ, অ্যাওয়ার্ড প্রাপ্ত টিভি এপিসোড সাধারন ব্যবহারকারীদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, নেটফ্লিক্স আজ এ অবস্থানে দাঁড়িয়েছে। নেটফ্লিক্সের কর্তৃপক্ষের মতামত অনুযায়ী, আগামী দিনে প্লানগুলোর দাম কমবে এবং আরো মানসম্মত কন্টেন্ট সাধারণ ব্যবহারকারীদের মাঝে পৌঁছে দিবে।
ধন্যবাদ সবাইকে