বর্তমান সময়ে মহামারী Covid-19 বা কোরোনা ভাইরাসের প্রকবে কাঁপছে গোটা বিশ্ব। এর পাশাপাশি আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশও ব্যতিক্রম নয়।
দেশ ও জাতিকে রক্ষা করার ক্ষেত্রে Corona Vaccine অটুট ভূমিকা পালন করবে বলে জানিয়েছে, WHO/ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশের নাগরিকদের মাঝেও প্রদান করা হচ্ছে: Corona Vaccine
ঘরে বসে অনলাইনে Corona Vaccine এর জন্য রেজিস্ট্রেশন করতে। ICT Division 2021 সালের জানুয়ারি মাসের 27 তারিখ সর্ব প্রথম জনসাধারণের জন্য তৈরি করে “ সুরক্ষা” অ্যাপ।
Surokkha/ সুরক্ষা অ্যাপ কি?
এটি কোভিড -19 টিকা দেওয়ার জন্য ব্যবহারকারীদের নিবন্ধিত করতে ব্যবহৃত হয়।
Surokkha/ সুরক্ষা অ্যাপ এর বৈশিষ্ট্য:
নিবন্ধনের অবস্থা:
কোভিড -19 টিকা দেওয়ার জন্য, প্রথমে আপনাকে “সুরক্ষা” অ্যাপ বা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে, আপনি “নিবন্ধনের অবস্থা” অ্যাপে কিংবা ওয়েবসাইটে দেখতে পাবেন অর্থাৎ কবে/ কখন/ কোন জায়গায় টিকা দেওয়ার জন্য আপনি যাবেন, সেই জায়গা উল্লেখ করে দিবে এই অ্যাপ।
টিকা কার্ড সংগ্রহ:
“সুরক্ষা” অ্যাপ বা ওয়েবসাইটে সম্পূর্ণভাবে রেজিস্ট্রেশন করার পর। সর্বপ্রথম যখন আপনি কোভিড -19 টিকা দিবেন। তখন আপনাকে জানিয়ে দেয়া হবে যে, কোন জায়গা থেকে টিকা কার্ড সংগ্রহ করতে হবে।
টিকা সনদ সংগ্রহ:
কোভিড -19 এর সকল টিকা-গুলো কমপ্লিট হওয়ার পর। আপনাকে আলাদা করে একটি সনদপত্র দেওয়া হবে।
টিকা বিষয়ক সাধারণ জিজ্ঞাসা ও উত্তর:
“সুরক্ষা” অ্যাপ কিংবা ওয়েবসাইট এর ভিতর, আলাদা একটি সাব-ক্যাটাগরিতে টিকা বিষয়ক সাধারণ প্রশ্নের উত্তর পাবেন।
আরো পড়ুন: প্রবাসীরা যেভাবে করণা ভ্যাকসিন নিবেন।
করোনা টিকা/ভ্যাকসিনের জন্য নিবন্ধন:
• প্লে স্টোর থেকে সুরক্ষা অ্যাপটি ডাউনলোড করুন এবং ওপেন করুন।
• এরপর “ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন” বাটনটিতে ক্লিক করুন এবং ধরণ, ভোটার আইডি কার্ডের তথ্য এবং জন্ম তারিখ দিয়ে “যাচাই করুন” বাটনটিতে ক্লিক করুন।
• এরপর নিজস্ব ফোন নাম্বার দিন এবং দীর্ঘমেয়াদি কোনো রোগ থাকলে তা নির্বাচন করে “পরবর্তী” বাটনটিতে ক্লিক করুন।
• এরপর গর্ভবতী, পেশা, Covid-19 কাজের সাথে সম্পৃক্ততা আছে কিনা, তা নির্বাচন করুন এবং “পরবর্তী” বাটনটিতে ক্লিক করুন।
• এরপর বর্তমান ঠিকানা, যে জায়গা থেকে টিকা নিবেন এবং Term’s And Condition এর জায়গায় টিক (√) মার্ক দিয়ে, সর্বশেষ “সংরক্ষণ করুন” বাটনটিতে ক্লিক করুন।
[ “সংরক্ষণ করুন” বাটনটিতে ক্লিক করার কিছু ঘন্টা পরই, আপনার করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করা সম্পূর্ণরূপে হয়ে যাবে এবং পরবর্তী সময়ে আপনাকে ফোন নাম্বারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে, আপনার টিকা ঠিক কবে নাগাদ প্রধান করবে। এক্ষেত্রে ফোন নাম্বারটি অবশ্যই সচল রাখার চেষ্টা করবেন। ]
এবার কথা বলা যাক!
এই অ্যাপের মাধ্যমে কোভিড -19 এর টিকা দেওয়ার জন্য, যে ইনফরমেশন গুলো আপনাকে দিতে হবে।
• ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার।
• জন্মতারিখ।
• মোবাইল নাম্বার।
• যেকোনো রোগ বা নির্দিষ্ট কোনো এর উপসর্গ নিশ্চিত করা।
• টিকা কেন্দ্রের জন্য পছন্দসই ঠিকানা।
• ভ্যাকসিন গ্রহণের জন্য ব্যবহারকারীর সম্মতি।
রেটিং: প্লে স্টোরে এই অ্যাপসটির বর্তমান রেটিং 3.3/5
ডাউনলোড: অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর অথবা এই লিংক থেকে।